অনলাইন ডেস্ক,২৪জুলাইঃদক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ সক্রিয় হচ্ছে দুই বাংলাতেই। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা ক্রমেই উত্তরে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে অগ্রসর হওয়ার ফলে বিপুল পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ বায়ু ভূখণ্ডে প্রবেশ করছে। এই কারণে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সারা বাংলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। এরপর থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার এবং কালিম্পঙে। পূর্বাভাস অনুসারে উত্তরবঙ্গের এই পাঁচ জেলার বিভিন্ন অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে এই দুর্যোগ।
অনবরত তুমুল বর্ষণের ফলে উত্তরের নদীগুলোতে জলের পরিমাণ লাগামছাড়া ভাবে বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি এবং ভূমিধস নামার আশঙ্কাও থাকছে। উত্তরবঙ্গের একাধিক জেলার জনজীবন বিপর্যস্ত হতে পারে। বন্যা এবং ধসের জেরে রাস্তাঘাট ভেঙে বন্ধ হতে পারে যান চলচল। বেশ কিছু জেলায় জারি হয়েছে সতর্কতা। এমনিতেই জুলাই মাসের শুরু থেকে বর্ষণ চলছে উত্তরবঙ্গে। তার জেরে ইতিমধ্যেই নদীতে জলের মাত্রা বেড়ে গিয়েছে। এরপর যদি আবার বৃষ্টি হয়, তবে নদীগুলো বিপদসীমা লঙ্ঘন করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুধু উত্তরবঙ্গে নয় দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির স্থায়িত্ব এবং তীব্রতা বেশি হবে। কলকাতা, হাওড়া, হুগলি-সহ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই বর্ধমানে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ ছাড়াও সিকিম, অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ-সহ উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে এই সপ্তাহে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।