Home রাজ্য অক্সিজেন সংকট এর জন্য প্রধানমন্ত্রী কে আক্রমণ করলেন নুসরাত

অক্সিজেন সংকট এর জন্য প্রধানমন্ত্রী কে আক্রমণ করলেন নুসরাত

অক্সিজেন এর অভাব নিয়ে মুখ খুললেন নুসরাত জাহান।।

 

গত এক বছর ধরে সমগ্র বিশ্ব করোনা মরণ ভাইরাস এর সঙ্গে লড়াই করছে। করোনার প্রথম ঢেউ স্বাভাবিক হতে না হতেই আবার শুরু হয়েছে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের থাবা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। হুহু করে বাড়ছে আক্রান্ত এর সংখ্যা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে। করোনা অবহে মানুষ এখন আতঙ্কিত। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ছড়িয়েছে ৩ লক্ষ। আক্রান্ত এর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে যার ফলে হাসপাতালে দেখা দিচ্ছে বেড ও অক্সিজেন এর অভাব।

 

 

 

 

দেশ জুড়ে সবচেয়ে প্রয়োজনীয় আলোচনার বিষয় অক্সিজেন সরবরাহ। কারণ অক্সিজেন এর অভাবে মানুষ বাঁচবে না।অক্সিজেন এর অভাবে সাধারণ মানুষের বিপযস্থ অবস্থা দেখে অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান এই চোখে জল এসেছিলো। শুধু চোখে জল নয় সেই সঙ্গে অভিনেত্রী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন। তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন , তিনি লিখলেন , ” এই কঠিন অতি সংকট এর সময়ে দেশের মানুষের নিঃস্বাস নেওয়ার জন্য কতরাচ্ছেন। আর ঐদিকে প্রধানমন্ত্রী বাইরে অক্সিজেন রপ্তানি করছেন। এই কারণে দেশবাসীকে অভাবের মুখে পরতে হয়েছে। ” এবং এই বক্তব্য এর সাথে তিনি বড় অক্ষরে লেখেন , এটি অপরাধ। তিনি একটি ভিডিও টুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে অক্সিজেন এর অভাবে মানুষ ছুটে বেড়াচ্ছে।

 

 

 

 

কারও বাবা তো কারও মা আবার কারও ভাই , বোন , দাদা দিদি হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অক্সিজেন এর হাহাকার লেগেছে সকলেই নিঃস্বাস নিতে চাইছেন কিন্তু অক্সিজেন এর অভাব। এই দেখে অভিনেত্রী কেঁদে ফেললেন। এছাড়া অভিনেত্রী টুইট এ আরও লেখেন , ” দেশের জন্য মজুত না রেখে ৬৫ % টীকা কেন রপ্তানি করা হল ? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ মতন দেশের মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে টীকা দেওয়া যাবে না কেন ? “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম