Home বিনোদন 'হিন্দি' গানের তুমুল নাচ নুসরাতের! ভাইরাল নেট দুনিয়ায়

‘হিন্দি’ গানের তুমুল নাচ নুসরাতের! ভাইরাল নেট দুনিয়ায়

মাধুরী দীক্ষিত আপনারা সবাই চেনেন। হিন্দি সিনেমা জগতে তার নাম খ্যাত হয়ে আছে। আর নৃত্য শিল্পে তার মতো নৃত্য শিল্পী কমই দেখা যায়। মাধুরী দীক্ষিত এর একটি জনপ্রিয় সিনেমা হল আরজু। সিনেমা টিতে নায়কের অভিনয়ে ছিলেন অক্ষয় কুমার। এই সিনেমার একটি জনপ্রিয় গান হল সাজন সাজন তেরি দুলহান। গানটিতে মাধুরী দীক্ষিত খুব সুন্দর ভাবে নেচেছেন।

এবার এই গানটিতে কোমর দুলালেন নুসরাত জাহান। তিনি একদিকে অভিনেত্রী আবার অন্য দিকে তৃণমূল সংসদ এর একজন নেত্রী। এবার তিনি মাধুরী দীক্ষিত এর সাজন সাজন গানের নাচ করে তার অনুরাগী দের মুগ্ধ করে দিয়েছেন। গানটি লিখেছিলেন আনন্দ বক্সি। গানটির গেয়েছিলেন অলকা ইয়াগ্নিক। গানটিতে নাচার সময় বেগুনি রঙের লং স্কার্ট ও কালো রঙের টপ পরিধান করেছিলেন নুসরাত জাহান। যদিও তার নৃত্য টিচার তাকে এব্যাপারে সাহায্য করছিলেন। কিন্তু নুসরাত জাহান নিজেই গানটিতে নাচতে স্বচ্ছন্দ ছিলেন। তিনি নৃত্য দারুন দক্ষতা অধিকারী তাই তার টিচার তাকে খুব একটা বিশেষ ভাবে কিছু দেখাতে হল না।

নুসরাত সবসময়ই সোশ্যাল মিডিয়া তে ফটো ও ভিডিও আপলোড করেন। এই সেদিন জন্মাষ্টমীর দিন তিনি হলুদ শাড়ি ও গয়না পরে তার বাড়ির পূজার ছবি ও তার স্বামী ও পরিবারের সাথে তোলা ছবি ইনস্টাগ্রাম এ দিলেন। এছাড়া নুসরাত টিকটক ব্যান হওয়ার আগে পযন্ত টিকটিক এ প্রচুর ভিডিও করতেন। হিন্দি , বাংলা , ইংরেজি বিভিন্ন গানের সাথে নাচ করে তিনি টিকটিক এ দিতেন। টিকটিক এ তিনি খুব জনপ্রিয় ছিলেন। তার সেই সব ভিডিও অনেক সময় ভাইরাল হত। এবার নুসরাত জাহান এর ভাইরাল হল মাধুরী দীক্ষিত এর জনপ্রিয় গানের নাচ টির ভিডিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম