fbpx
Friday, July 23, 2021
Homeরাজ্যভোট পাওয়ার লোভে হিন্দুদের বোকা বানাতে সিঁদুর পড়েছিলেন নুসরাত!কটাক্ষ দিলীপ ঘোষের

ভোট পাওয়ার লোভে হিন্দুদের বোকা বানাতে সিঁদুর পড়েছিলেন নুসরাত!কটাক্ষ দিলীপ ঘোষের

ভোট পাওয়ার লোভে হিন্দুদের বোকা বানাতে সিঁদুর পড়েছিলেন নুসরাত!কটাক্ষ দিলীপ ঘোষের

কিছুদিন ধরেই যে বিষয়টি খবরের শিরোনামে বারবার উঠে আসছে, তা হল নুসরত জাহান বিতর্ক।সোশ্যাল মিডিয়াতেও ব্যাপাক সাড়া পড়েছে নুসরাত এর গর্ভবতী হবার খবরে।বুধবার অভিনেত্রী বিবৃতি জারি করে বলেছেন যে তিনি স্বামী নিখিলের সঙ্গে সহবাস করেছেন, তাদের বিয়ে আইনত বৈধই নয়। এবার তাঁর এই মন্তব্যের আঁচ লেগেছে তাঁর রাজনৈতিক জীবনেও।গতকাল, বৃহস্পতিবার বসিরহাটে এক সাংগঠনিক সভা করেন দিলীপ ঘোষ আর সেখানে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নুসরতকে কটাক্ষ করেন তিনি।

 

 

বিজেপির রাজ্য সভাপতির দাবী, নির্বাচনে ভোট আদায়ের জন্য সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানাবার খেলা খেলেছেন নুসরাত।দিলীপ ঘোষ এদিন বলেন, “বসিরহাটের ভোটাররা তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছেন। এখন আপনারাই ঠিক করুন, উনি বিয়ে করেছেন কী না, কাকে করেছেন, কবে করেছেন। মা হতে চলেছেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ভেবে দেখুন, যাঁকে আড়াই লক্ষের বেশি ভোটে জিতিয়েছেন, তিনি কে বা তাঁর পরিচয় কী? বিয়ে না করে সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিয়েছেন তিনি। বিষয়টি খুবই লজ্জার। আমার মনে হয় তিনি নির্বাচনের জন্য বিয়ে করেছিলেন। নির্বাচন হয়ে গিয়েছে সত্যি কথা বেরিয়ে এসেছে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম