Home বিনোদন সাদা টপ ও ট্রাউজার পরে ক্যামেরা সামনে ধরা দিলেন কাজল কন্যা নাইশা,...

সাদা টপ ও ট্রাউজার পরে ক্যামেরা সামনে ধরা দিলেন কাজল কন্যা নাইশা, মুহূর্ত্বে ভাইরাল

সেলিব্রিটিদের নিয়ে সমালোচনার আসর একটু বেশিই বসে। সোশ্যাল মিডিয়ায় নানা রকমের পোস্ট এ ট্রোল ও সমালোচিত হতে হয়। অভিনেতা অভিনেত্রী দের সাথে সাথে সমালোচিত হতে হয় তারকা সন্তানদের। এর তারকা সন্তানদের মধ্যে সবথেকে বেশি সমালোচনার সম্মুখীন হতে হয় কাজল ও অজয় দেবগন এর কন্যা নাইশাকে। সোশ্যাল মিডিয়ায় নেট জনতার নানা রকমের কটাক্ষ এর সম্মুখীন হতে হয় নাইশাকে।

এরমধ্যে নাইশা দেবগন এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ট্রেন্ডি লুকে ধরা দিয়েছেন নাইশা। সাদা টপ ও ট্রাউজার পরে নাইশা বন্ধুদের সাথে ক্যামেরায় নিজেকে ধরা দিলেন। এরপর নাইশারা তিন বন্ধু কোমর দোলায় ক্যামেরার সামনে। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।

এর আগেও নাইশাকে নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে কেন নাইশা দীপাবলির অনুষ্ঠানে এত মেকাপ করে গেছেন। আবার কখনো নাইশা তার বাবার সাথে মন্দিরে প্রবেশ করলে নানা রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। পোশাক , ব্যবহার চলাফেরা সব কিছু নিয়েই তাকে নানা সমালোচনা ও কটাক্ষ এর সম্মুখীন হতে হয়। নাইশা পড়াশোনা নিয়েই ব্যাস্ত। তবে তিনি বলিউড অভিনয় জগতে যোগ দিবেন কি না এবিষয়ে দেবগন দম্পতি কিছুই জানাননি। তাদের দুই সন্তান কোন বিষয় নিজেদের কেরিয়ার গড়ে তুলবেন সে বিষয়ে কিছুই জানান নি তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম