হাওড়া,২৯জুলাইঃ হাওড়া শহরে অপরাধ দমন করতে নতুন কিছু পদক্ষেপ নিলো হাওড়া সিটি পুলিশ। এবার থেকে অপরাধ দমন শাখার ওসিরা হাওড়া শহরে অপরাধ রুখতে বাইক নিয়ে টহল দেবেন।সম্প্রতি ১৬টি থানায় ১৬ জন সাব ইন্সপেক্টরকে ইল্সপেক্টর পদে পদোন্নতি করা হল। তাদের প্রত্যেকের প্রতি দায়িত্ব থাকবে অপরাধ দমনের জন্য বিশেষ ভারপ্রাপ্তি বজায় রাখা। অন্যান্য কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না শুধুমাত্র অপরাধ নিয়ন্ত্রণ ছাডা়। তাদের মূল উদ্দেশ্যই হবে নিজের থানা এলাকায় মূলত অপরাধ নিয়ন্ত্রণ করা ও অপরাধীদের গতিবিধি নজরে রাখা।
হাওড়ার নগরপাল কুণাল আগরওয়াল শিবপুর পুলিশ লাইনে নতুন নিযুক্ত অফিসার ইনচার্জদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেন। তাদের শিখিয়ে দেবার চেষ্টা করা হয়েছে কীভাবে নিজের থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে। তাদের এই মহৎ কাজে হাওড়ার প্রতিটি অলিগলিতে দ্রুত পৌঁছে যাবার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কাজের সুবিধার্থে অত্যাধুনিক ১৬টি বাইক প্রদান করা হয় ওই সমস্ত থানা গুলিতে। যাতে করে থানার ইন্সপেক্টরদের কোনোরকম যাতায়াত সমস্যার মুখোমুখি না হতে হয়।