সোশ্যাল মিডিয়া তে আমরা প্রতিদিন প্রায় বাচ্চা দের বড়ো দের বিভিন্ন মানুষের নানান প্রতিভা দেখে থাকি। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যার দ্বারা বিভিন্ন জায়গার সমস্ত কিছু চোখে পরে। কখন ছোট দের নাচ , গান কখন বড়োদের নাচ , গান এছাড়া ও নানান প্রতিভার পরিচয় মেলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
এই বার একটি নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধার নাচ। এক মুহূর্তে বৃদ্ধার নাচের ভিডিও সকলের নজর কেড়ে নিল। সুইজারল্যান্ড এর এক বৃদ্ধ মহিলা দিলজিত দোসাঞ্জের G. O. A. T গানের সঙ্গে কোমর দুলালেন। অসাধারণ বৃদ্ধার নাচের প্রতিভা। এত বৃদ্ধা বয়সেও তিনি একটুকুও খামতি রাখেনি তার অভ্যাসে ।
বৃদ্ধার নাম রবি বালা। বৃদ্ধার বয়স ৬২ বছর। বৃদ্ধা একজন ক্লাসিক্যাল ডান্সার। কিন্ত তিনি খুব সুন্দর ভঙ্গিমাতে ভাংড়া নাচলেন। তার নাচ দেখে সোশ্যাল মিডিয়া অবাক হয়ে গেছেন। দুর্দান্ত নাচ করলেন বৃদ্ধা। সোশ্যাল মিডিয়া তে সেই নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে।
ভিডিও টি এতটাই ভাইরাল হয়েছে যে গানটির গায়ক এর চোখে পরে ভিডিওটি। তার নাচের ভিডিওটি তে কমেন্ট এ ভরে উঠেছে। ওই বৃদ্ধা পুরো তাক লাগানো পারফর্ম করলেন। তার এই অসাধারণ ভঙ্গিমা তে নাচ মানুষের মন জয় করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও দেখে প্রশংসার ঝড় বয়ে গেলো। এতো প্রশংসা দেখে বৃদ্ধা খুব খুশি হলেন। ওই বৃদ্ধা তার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানালেন।