fbpx
Thursday, July 29, 2021
Homeলাইফস্টাইলএক অসাধারণ প্রতিভ! 'বেহালা' বাজিয়ে সবাইকে মুগ্ধ করালেন এক বৃদ্ধা

এক অসাধারণ প্রতিভ! ‘বেহালা’ বাজিয়ে সবাইকে মুগ্ধ করালেন এক বৃদ্ধা

সকল মানুষ যেমন ভিন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ সকলের স্বভাব যেমন এক নয় তেমনি সকলের ভেতরের প্রতিভাও এক নয়। একেকজন একেক রকমের প্রতিভা সম্পূর্ণ ব্যক্তি। তাই সকলকেরই উচিত নিজের প্রতিভাটিকে খুঁজে সেটাকে আরও শানিত করে তোলা। সকলকেই আগে নিজেকে চেষ্টা করতে হবে নিজের ভেতরের প্রতিভা কে জাগিয়ে তোলার। কেনো পরিস্থিতিতেই কারও উচিত নয় তার নিজের প্রতিভা কে ছোট করে দেখা। কারণ হয়তো আপনি আজকে যে প্রতিভাকে ছোট করে দেখছেন ভবিষ্যত এ আপনার সেই প্রতিভাই এক বৃহৎ কাজে লাগতে পারে।

মানুষ যখন নিজের প্রতিভাকে জাগিয়ে তুলে সকলের সামনে তুলে ধরতে পারবেন তখনি তিনি জীবনের সফলতা অর্জন করতে পারবেন। সম্প্রীতি এক বৃদ্ধ মহিলা সকলের সামনে তার নিজের প্রতিভা কে তুলে ধরলেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি এক মনে বেহালা বাজাচ্ছেন। তার সেই ভিডিওটি দেখে নেটজগৎ তাক লেগে গেছে।

বৃদ্ধ বয়সেও এত সুন্দর বেহালা কি ভাবে বাজাচ্ছেন তিনি সেই প্রশ্ন সকলের মনে । এত সুন্দর তার বেহালার সুর সত্যিই প্রশংসনীয়। তিনি তার জীবনের এতটা পথ অতিক্রম করে আসার পরেও তার বেহালা বাজানোর প্রতিভাটি কে ভোলেননি। তার বেহালার সুর শুনে বোঝাই যাচ্ছে যে তিনি সবসময় বেহালা বাজানোর অভ্ভাস এর মধ্যে ছিলেন। তিনি আজ তার প্রতিভাকে সকলের সামনে তুলে ধরে শুধু নিজেই সন্মান অর্জন করলেন না বরং তিনি তার মতো অনেক মানুষের উৎসাহ জোগালেন।

যারা ভাবেন বৃদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে জীবনের সব শখ , আনন্দ , প্রতিভা নষ্ট হয়ে যায় তাই সেগুলো কারও সামনে তুলে ধরা যায় না। তিনি সেই সকল মানুষের মনেও নিজেদের প্রতিভা তুলে ধরার উৎসাহ জাগিয়ে তুললেন। শুধু যে গলার সুর দিয়েই সকলের মনোরঞ্জন করা যায় তা নয় কোনো বাদ্যযন্ত্র এর সুর দিয়েও যে মনোরঞ্জন করা যায় তা আজ প্রমান করে দিলেন এই বৃদ্ধ মহিলা। তার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার সাথে সাথে প্রশংসার বন্য বয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম