দৈনিক ডেস্ক,২১জুলাইঃএখন থেকে ভবিষ্যতে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হতে, তাকেw আর জন্মসূত্রে টাটা পরিবারেরই কেউ হতে হবে এমনটা নয়। বহিরাগত কেউও এই পদে নিযুক্ত হতে পারেন, রতন টাটা এমনটাই জানালেন সুপ্রিম কোর্টকে।
তার মতানুসারে , “বর্তমানে আমি এই ট্রাস্টের চেয়ারম্যান। অন্য কেউও হতে পারে ভবিষ্যতে। তাঁর পদবিও টাটাই হতে হবে এমনটা নয়। সংস্থার অগ্রগতির প্রশ্নে ব্যক্তির পদবি মুখ্য নয়।”
শীর্ষ আদালতে জবাব পাঠিয়ে রতন টাটা জানিয়েছেন, শাপুরজি পালোনজি গোষ্ঠীর নির্মাণ সংস্থা সাইরাস ইনভেস্টমেন্টের আবেদনের ভিত্তিতে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে টাটা পরিবারের কারও জন্ম সূত্রে অধিকার লাভ না করলেও চলবে। অতীতে সাইরাস মিস্ত্রি একজিকিউটিভ চেয়ারম্যান পদে ছিলেন, সে পদটিও জন্মসূত্রে কারও পাওয়ার কথা নয় বলেই জানাচ্ছেন তিনি। এদিনের বার্তায় তিনি এও বলেন, টাটা সন্সের বর্তমান চেয়ারম্যানও জন্মসূত্রে তাঁদের পরিবারের কেউ নন।
টাটা ট্রাস্টের ম্যানেজমেন্ট পরিচালনার ভবিষ্যত রূপরেখা নিয়ে আলোচনার মাঝেই এই সিদ্ধান্ত জানালেন রতন টাটা, টাটার শীর্ষকর্তারা অনেকে তা জানিয়েছেন। এক শীর্ষকর্তার মতে, “তিনি একটি উচ্চপর্যায়ের কমিটি গড়তে পারেন যেখানে হিউম্যানিটিজের নানা শাখার মানুষ থাকবেন।” সেক্ষেত্রে রতন টাটাই হবেন একমাত্র মানুষ যিনি টাটা ট্রাস্ট এবং টাটা সন্স দুই সংস্থারই চেয়ারম্যান ছিলেন।
টাটাদের বোম্বে হাউজের শীর্ষ অফিসে বৈঠক শুরুর আগেই সাইরাস মিস্ত্রিকে অপসারণ করা হয় (২০১৬ সালের ২৪ অক্টোবর)। এই নিয়ে দীর্ঘ আইনি লড়াই চালায় শাপুরজি পালোনজী গোষ্ঠী, যারা নাকি টাটা সন্সের মোট ১৮.৩% শেয়ার দখল করে রয়েছে।