পুলওয়ামার সন্ত্রাসী হামলায় পাকিস্তানি এজেন্সিগুলির জড়িত থাকার আরও একটি প্রমাণ প্রকাশ পেয়েছে। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী সংসদে বিবৃতি দেওয়ার সময় বলেন,আমাদের কাছে পুলওয়ামা সফল, কারণ আমরা ঘরে ঢুকে ভারতকে মেরেছি। সাথে তিনি বিরোধী দল গুলোকেও সাথে নিয়ে বলেন এই সাফল্যের ভাগীদার আপনারাও। এর পরেই সেখানে তীব্র বিতর্কের পরিবেশ শুরু হয়ে যায়, যার ফলে তিনি তার ভুল বুঝতে পেরে সাথে সাথেই নিজের ভুল বুঝতে পেরে বলেন, পুলওয়ামার হামলার পর আমরা ভারতের ঘরে ঢুকে মেরেছি।
পাকিস্তান তার মাটিতে সন্ত্রাসবাদ কে আশ্রয় দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বারবার। কিন্তু তার মন্ত্রীর বক্তব্যে এখন বাস্তব সত্যটি উন্মোচিত।আর সেই কারণেই ইমরান সরকার আরও কোণঠাসা।এটা নতুন নয় পাকিস্তান সাংসদ একের পর এক বিতর্কের মধ্যে জড়াচ্ছে তার মধ্যে এই ধরনের মন্তব্য যা আরও কোণঠাসা ইমরান সরকার।
যদিও পরে নিজের বক্তব্য কে ভুলভাবে ব্যাখ্যা করবার দাবী করেন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী চৌধুরী, টুইটে দাবি করেন,”ভিতরে ঢুকেছি মানে আমাদের বিমান ওদের ঘাঁটিকে টার্গেট করেছিল। নিরীহদের মেরে সাহস দেখাতে যাইনি।”কিন্তু তিনি যতই তার মন্তব্য বদলান না কেনো, তার সেই বিতর্কিত কথা নিমিষের মধ্যেই ভাইরাল।
গতবছর ১৪ ফেব্রুয়া পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা। শহিদ হন ৪০ জন জওয়ান। নয়াদিল্লির অভিযোগ, জইশ-মহম্মদকে দিয়ে হামলা করিয়েছিল পাকিস্তানই। কিন্তু সেই দাবি নস্যাৎ করে তারা। কিন্তু এ দিন ফাওয়াদ সত্যিটা স্বীকার করে নিলেন পাক সংসদে!