fbpx
Friday, July 30, 2021
Homeআন্তর্জাতিকপর্ন তারকার একাউন্ট বন্ধ করল পাকিস্তান!

পর্ন তারকার একাউন্ট বন্ধ করল পাকিস্তান!

পর্ন তারকার একাউন্ট বন্ধ করল পাকিস্তান!

পাকিস্তান সরকার টিকটিক একাউন্ট নিষিদ্ধ করেন। মিয়া খলিফার টিকটিক একাউন্ট ব্যান করেন পাকিস্তান সরকার। পাকিস্তান এর টেলিকাম অথরিটি মিয়া খলিফার একাউন্ট নিষিদ্ধ করার বিষয়ে কোনো অধিকারীক ঘোষণা করেননি। কোন কারণে একাউন্ট ব্যান করা হয়েছে তাও জানাননি। এই ঘটনায় মিয়া খলিফা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান সরকার এর ওপর ক্ষোভ প্রকাশ করেন। মিয়া খলিফার টিকটিক একাউন্ট ব্যান করার পর পাকিস্তান এর এক ইউজার বলেন , ” মিয়া খলিফার একাউন্ট ব্যান আসলে একটি হিংসা। আমি এই দেশে থাকতে ঘৃণা করি। ”

 

 

 

 

পাকিস্তানে টিকটিক একাউন্ট নিষিদ্ধ করার পর ইউজারদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার এক নতুন পদ্ধতি অবলম্বন করেন প্রাক্তন পর্ণ স্টার তথা মিয়া খলিফা। মিয়া খলিফা বলেন তিনি পাকিস্তানের ইউজারদের জন্য ছোট ভিডিও উপলব্ধ করার বন্দোবস্ত করবেন। মিয়া খলিফা ইউজারদের উদ্দেশ্য একটি টুইট করেন। তিনি রাত 2 টার দিকে টুইট করেন , তিনি লিখেন , ” আমি আমার সমস্ত টিকটিক ভিডিও পুনরায় পোস্ট করবো। এটা আমি সেই সমস্ত ফ্যানদের জন্য করছি যারা ফ্যাসিবাদ বিলুপ্ত করতে চাইছে। ” মিয়া খলিফার এই টুইট দেখার পর পাকিস্তান এর অনেক ইউজার তার সমর্থনে টুইট করেন। বহু ইউজার বলেছেন তারা মিয়া খলিফার সমর্থনে থাকবেন।

 

 

 

 

কিছু ইউজার বলেছেন , মিয়া খলিফার পরিবর্তন হওয়ার পরেও ইমরান খানের সরকার যে পদক্ষেপ নিয়েছেন সেটা অনুচিত। আম্মাদ নামে এক ইউজার বলেছেন , আমরা আপনার অতীতের জন্য সমর্থন করি না আমরা আপনার সাহসের জন্য সমর্থন করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম