ভারতের পুরোনো শত্রু পাকিস্তান, যেই দেশ বহু সময় ধরেই তাদের জঙ্গি সংগঠন এবং সেনাদের যৌথ সাহায্যে ভারতের বিভিন্ন অংশে হামলা চালায়। শুধু ভারতই নয় বিশ্বের বহু শক্তিশালী দেশও পাকিস্তানকে জঙ্গি সংগঠন গুলোকে আশ্রয় দেবার সাথে তাদের সাহায্যে বিশ্বে সন্ত্রাস সৃষ্টির জন্যে বারংবার বিঁধেছে, তবুও পাকিস্তান তাদের মানসিকতায় পরিবর্তন আনতে পারেনি।
পাকিস্তানের রেল মন্ত্রী ‘শেখ রাশিদ ‘ ভারতের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন,ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের কোনো রকমের ক্ষতি না করেই ভারতে পরমাণু হামলা করা হবে।এর পরেই পাকিস্তানের রেল মন্ত্রীর এইরূপ হুমকি নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় হাসির পাত্র হয়েছেন তিনি। এখন প্রশ্ন হলো, যেই দেশের আর্থিক অবস্থা একদমই খারাপ সেই দেশে আবার পরমাণু আসে কোথা থেকে?
একটি টেলিভিশন চ্যানেলে পাকিস্তানের রেল মন্ত্রীর দেওয়া একটি সাক্ষাৎকারে ‘শেখ রশিদ ‘জানান,পাকিস্তানের থেকে ভারতের সেনারা অনেকটা শক্তিশালী, তাই ভারতের মোকাবিলার জন্যে পাকিস্তান বর্তমানে ক্ষুদ্রতম পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছে।এর পরথেকেই পাকিস্তানের রেল মন্ত্রীর দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো হাসির বন্যা বয়ে চলেছে নেটিজিনদের মধ্যে এমনকি পাকিস্তানের কোন বিজ্ঞানী এই ধরনের অস্ত্র তৈরী করছেন,তার উত্তর জানতে চেয়ে রীতিমতো কটাক্ষের মুখোমুখিও হতে হয়েছে ‘ শেখ রশিদ’কে।
তবে এই প্রথমবার পাকিস্তানের তরফ থেকে কোনো মন্ত্রী ভারতকে পরমাণু হামলা করা নিয়ে হুমকি দিয়েছে।২০১৯সালে পাক প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে ভারতকে সরাসরি সামরিক লড়াইয়ের হুমকি দিয়েছিলেন,তবে এই প্রথমবার ভারতকে পরমাণু অস্ত্রের ভয় দেখালো পাকিস্তান সরকারের রেলমন্ত্রী।