Home কোচবিহার উচ্চমাধ্যমিকে এক অনন্য নজির করলো কোচবিহারের পাপ্পু

উচ্চমাধ্যমিকে এক অনন্য নজির করলো কোচবিহারের পাপ্পু

কোচবিহার, নিজস্ব প্রতিনিধি:- উচ্চমাধ্যমিকে ৪৮৮ নম্বর পেয়ে কোচবিহারের কলাবাগানের বাসিন্দা, রামভোলা স্কুলের ছাত্র পাপ্পু প্রমাণ করেছেন তার প্রতি যে বিশ্বাস দেখিয়েছিলেন পুলিশ অফিসার আজ তা সার্থক । বাবা মারা গেছেন দীর্ঘদিন ।বাড়িতে বৃদ্ধ মা।দাদা টিউশনি পরিয়ে সংসার চালানোর চেষ্টা করে যাচ্ছেন ।বাড়িতে দুটো গরু আছে । দূধ বিক্রি করেও সংসার চালাতো।

মাধ্যমিকে ভালো ফল করার পর দুবছর তার পড়াশোনার দায়িত্ব নেন বর্তমান তুফানগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার ।সেই সময় তিনি কোচবিহারের কর্মরত ছিলেন। প্রতিটি বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ ছিল ।বেশিরভাগ শিক্ষক পারিশ্রমিক ছাড়া পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন ।বাকি শিক্ষকদের পারিশ্রমিক সহ পড়াশোনার যাবতীয় খরচ চালিয়ে গেছেন রাহুল তালুকদার ।

উচ্চমাধ্যমিকে পাপ্পু প্রাপ্ত নম্বর ৪৮৮।বাংলায় ৯২, ইংরাজিতে ৯৩, অংকে ৯৯, ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা না হওয়ার কারণে বাকি দুটো বিষয়ে ৯৯ নম্বর পেতেছে পাপ্পু ।সর্বমোট নম্বর ৪৮৮।ভবিষ্যতে ডাক্তার হতে চান পাপ্পু সাহা।তিনি বলেন রাহুল স্যার সহযোগিতা না থাকলে এই ফলাফল সম্ভব হতনা ।রাহুলবাবুর পাশাপাশি স্কুলের প্রতিটি শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।ভবিষ্যতে ডাক্তার হিসেবে নিজেকে পরিচিতি দিয়ে কোচবিহারের সাধারণ মানুষদের জন্য নিখরচায় চিকিৎসা প্রদান করার লক্ষ্য আছে তার ।

কিন্তু ভবিষ্যতে সে কতটুকু যেতে পারবে সেটাই তার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম