আলিপুরদুয়ার, নিজস্ব প্রতিনিধি: আজকে ভিডিওকনফারেন্স এর মাধ্যমে নতুন রাজ্য কমিটি ও জেলা কমিটির নাম ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজকের মুখ্যমন্ত্রী র এই জেলা স্তরের রদ বদল কে অন্য ভাবেই দেখছেন রাজনৈতিক মহল। সামনে ২০২১ এর এপ্রিল মাস নাগাদ হয়ত সম্ভবত বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটকে পাখির চোখ করে আসরে নেমেছে বঙ্গ বিজেপি থেকে শুরু করে বিরোধীসব দল। তাই এই পরিস্তিতে পিছিয়ে নেই রাজ্যের শাসকদল তারাও দল কে নতুন ভাবে উৎসাহিত করার জন্য জেলা সভাপতি থেকে শুরু করে কোঅর্ডিনেটর বিভিন্ন পদে রদ বদল করা হয়। অনেক জায়গায় নতুন মুখ ও উঠে এসেছে।
ঠিক একি ভাবে আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের নতুন জেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ দশরথ তিরকিকে,এবং জেলা সভাপতি পদে রয়েছেন মৃদুল গোস্বামী।এছাড়াও জেলার নতুন দুজন কোঅর্ডিনেটর হয়েছেন প্রকাশ চিকবরাইক এবং পাসাং লামা।কালচিনি ব্লকের পাসাং লামা জেলার কোঅর্ডিনেটর হওয়ার পরে থেকেই খুশির হাওয়া কালচিনির তৃণমূল কংগ্রেসের সকল সদ্যসদের মধ্যে। নতুন জেলা কোঅর্ডিনেটর পাসাং লামাকে দলের কর্মীরা শুভেচ্ছা জানান।
পাসাং লামা বলেন- ” আমার মতন চা বাগানের শ্রমিক ঘরের ছেলেকে দিদি যে পদ দিয়েছেন তার জন্য ধণ্যবাদ জানাই দিদি কে।এছাড়াও তিনি বলেন সামনের ২০২১ এর বিধানসভা ভোটে আমরা আলিপুরদুয়ার জেলার ৫ টি বিধানসভা আসন ফালাকাটা, মাদারিহাট -বীরপাড়া, কালচিনি, আলিপুরদুয়ার ও কুমারগ্রাম কে জয়যুক্ত করে দিদিকে উপহার দিবো”।