fbpx
Thursday, July 29, 2021
Homeআলিপুরদুয়ারটানা বৃষ্টিতে চিন্তায় ফালাকাটা ব্লকের জটেশ্বর ২নং অঞ্চলের মানুষেরা!

টানা বৃষ্টিতে চিন্তায় ফালাকাটা ব্লকের জটেশ্বর ২নং অঞ্চলের মানুষেরা!

আলিপুরদুয়ার, নিজস্ব প্রতিনিধি: উত্তরের আলিপুরদুয়ার জেলায় টানা বেশকয়েকদিনের বৃষ্টিতে চিন্তায় রয়েছেন জটেশ্বর ২নং গ্রামপঞ্চায়েতের নবনগর।জানা গিয়েছে,বেশ কিছুদিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর গ্রামপঞ্চায়েতের নবনগর অঞ্চলের পাস দিয়ে যাওয়া মুজনাই নদী।

খবর সূত্রে জানা যায়,গত শুক্রবার মুজনাই নদীর জল সামান্য কমতে শুরু করলেই রীতিমতো কিছু এলাকাতে ধ্বংসের বিষয় গুলো আসতে আসতে চোখে ভেসে উঠেছে।ইতি মধ্যেই ৬০/৭০বিঘে জমি নদীর ধ্বংসলীলায় বিলীন হয়ে গিয়েছে।সেচ দফতরের তরফে নদীর পাড়বাঁধার কাজে গাফিলতিতে এমনটা হয়েছে বলে জানায় স্থানীয়রা এমনকি ১৫০টির মতো পরিবারও নদীর ভয়ানক ভাঙ্গনে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

জটেশ্বর ২নং অঞ্চলের গুয়াবাগান কালীবাড়ি এলাকায় মুজনাই নদীর বাঁক রয়েছে যার দরুন বিপদের সন্মুখহীন হয়েছে দুই গ্রামের মানুষেরাই।সাধারণ মানুষের অভিযোগ সেই স্থানে নদীর কোনো বাঁধ নেই সেই জন্যেই গ্রাসের প্রভাব পড়ছে বলে অনেকের এমনটাই অভিযোগ আসে।বেশ কিছু চাষের জমি ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে আর এইভাবে চলতে থাকলে বিশাল বিপদের সম্মুখীন হতে পারে বলে অনেকেই এমনটাই মনে করছে।

ঘটনায় জটেশ্বর ২নং গ্রামপঞ্চায়েত প্রধান সমরেশ পাল বলেন,”র্দীঘদিন ধরেই আমরা নদীর বাঁধ নির্মাণের দাবি জানিয়েছি, আর এমনটাও জানা গিয়েছে প্রকল্পের অনুমোদনও পাওয়া গিয়েছে এমনকি সেচদফতরের সাথেও এই বিষয়ে আলোচনা হয়েছে, শিগ্রহী সমাধান হয়ে যাবার আসা রাখছি “।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম