Home বিনোদন মুহূর্তে ভাইরাল আলানা পান্ডের ছবি, জানুন তার ইতিহাস

মুহূর্তে ভাইরাল আলানা পান্ডের ছবি, জানুন তার ইতিহাস

চিক্কি পান্ডের কন্যা আলানা পান্ডের অন্তরঙ্গ ছবি ভাইরাল।।

 

মুহূর্তে ভাইরাল আলানা পান্ডের ছবি, জানুন তার ইতিহাস

 

সোশ্যাল মিডিয়া জুড়ে প্রায় দেখা যাচ্ছে সেলিব্রিটিরা তাদের প্রেমিকদের সাথে নানা জায়গায় বেড়াতে যাচ্ছেন এবং নানা রকমের ছবি শেয়ার করছেন। এবার নিজের প্রেমিকের সাথে অন্তরঙ্গ ছবিতে দেখা যাচ্ছে আলানা পান্ডেকে। চাঙ্কি পান্ডেকে তো সকলেই চেনেন। কি ভাবছেন আলানা চাঙ্কি পান্ডের মেয়ে না আলানা চাঙ্কি পান্ডের মেয়ে না আলানা চাঙ্কি পান্ডের ভাই চিক্কি পান্ডের এর মেয়ে।

 

 

আলানা নিজের নাম অভিনয় জগতে লেখাননি তবে তিনি বিদেশের একজন মডেল। তিনি বিদেশের মাটিতে মডেলিং করা এক হট মডেল। যেমন তার সৌন্দর্য তেমনি তার হট লুক এর ছবি। তার সারা শরীরে যৌবনতা ও উষ্ণতায় পূর্ণ। তার বিকিনি লুক দেখলে সকলে পাগল হয়ে যায়। মডেলিং কেরিয়ার এ তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত। সেই সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ইভর ম্যাককারীর সঙ্গে।

 

 

সম্প্রীতি আলানা পান্ডে মালদ্বীপ এ গেছিলেন তার প্রেমিকের সাথে। সেখানেই একের পর এক ছবি তিনি পোস্ট করছেন। গত বছর থেকেই তার প্রেমিক ইভর ম্যাককারীর সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন তিনি। মালদ্বীপ এ গিয়ে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন আলানা। ছবিতে তাদের দেখা যাচ্ছে সাদা নরম বিছানায় প্রায় অর্ধনগ্ন অবস্থায়। তাদের সেই ছবি পোস্ট হওয়ার সাথে সাথে তুমুল ভাইরাল হয়েছে। যদিও প্রেমিক এর সাথে লিভ ইন এ থাকার পর থেকেই তিনি একাধিক ছবি পোস্ট করতেন। আর সেইসব ছবি রীতিমতো মতো তাক লাগিয়ে দিতো নেট জনতাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম