fbpx
Sunday, August 1, 2021
Homeভাইরাল খবরপ্রধানমন্ত্রীর পাখি প্রেমের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

প্রধানমন্ত্রীর পাখি প্রেমের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

এই প্রথম নয় প্রধানমন্ত্রীর পাখিদের প্রতি প্রেমের ছবি এর আগেও দেখা গিয়েছিলো,তাঁর বাসভবনে মযূরের সঙ্গে সময় কাটাতেও দেখেছি আমরা।আর এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গায়ে খেলে বেড়াল টিয়া পাখির দল এমনটাই দেখা গিয়েছে।

সম্প্রতি দুদিনের জন্য গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্কের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই প্রকৃতির মাঝে পাখিদের সাথে সময়ও কাটালেন তিনি।প্রথমে নর্মদা জেলার কেভাদিয়ায় হার্বাল গার্ডেনের উদ্বোধন করলেন। তারপর সেখান থেকে সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই চিতাবাঘ এবং বাঘের ছোপওয়ালা গাড়ি করে ঘুরেও বেড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।বন্যপ্রাণী এবং বন্য পরিবেশ বেশ আনন্দেই মেতে উঠেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই সংরক্ষিত টিয়া পাখিদের সঙ্গেও কিছুটা সময় কাটালেন। পার্কের মধ্যেকার দুটি টিয়া পাখিকে প্রধানমন্ত্রীর হাতে দিতেই তার মধ্যে একটি তরতর করে উঠে গেল প্রধানমন্ত্রীর কাঁধে। খুশির ঝলক মুহূর্তের মধ্যে ফুটে উঠল প্রধানমন্ত্রীর চোখে মুখে।ছবিতে পাখিদের সাথে প্রধানমন্ত্রীর কাটানো সময়ের ছবিগুলো দেখে মনে হচ্ছে যেনো পাখি গুলো প্রধানমন্ত্রীকে অনেকদিন ধরেই চেনে বা প্রধানমন্ত্রীর সাথে পরিচিত।
সোসাল মিডিয়ায় ছবিগুলো ব্যাপক হারে ভাইরাল হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম