মালদা, নিজস্ব প্রতিনিধি: এইদিন মালদার ইংরেজ বাজারের বালুচর এলাকায় চরম ধস্তাধস্তি লেগে যায় সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে।
মালদার বালুচরে জনতা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তিতে ২জন পুলিশের কর্মীরা আহত হয়েছেন, ঘটনায় আক্রমণকারী ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা সূত্রে খবর, এইদিন গোটা মালদা সহ রাজ্যের বিভিন্ন এলাকা গুলোতে রাজ্য সরকারের নির্দেশে করা লকডাউনকে সফল এবং সাধারণ মানুষদের করোনার হাত থেকে সংক্রমন মুক্তের যে চেষ্টা করা হয়েছে পুলিশের তরফ থেকে, ঠিক তেমনি আজ মালদা শহরের ইংরেজবাজারের বালুচরে পুলিশ যথেষ্ট সক্রিয়তা দেখায়। বালুচর এলাকাতে এইদিন লাঠি নিয়ে ঘুরতে দেখা যায় পুলিশকে।
পুলিশের টহলের সময়ে হটাৎই লকডাউন অমান্যকারী লোকেদের দেখতে পেয়ে অভিযান চালালে পুলিশের সাথে সেখানকার কিছু সাধারণ মানুষের ধস্তাধস্তি বেঁধে যায় এবং সেই সময়ে একজন ব্যক্তি পুলিশের গায়ে হাত দেয় বলে অভিযোগও আসে। এর পরেই সেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ, ঘটনায় ২জন পুলিশকর্মী আহত হয়েছে বলে খবর।