Home নতুন খবর অধীরের আরোগ্য কামনায় পোস্ট মোদীর।

অধীরের আরোগ্য কামনায় পোস্ট মোদীর।

ভোট যুদ্ধের ময়দানে নেমে করোনা আক্রান্ত হয়েছেন বেশকয়েকজন নেতা, তাদের মধ্যেই একজন অধীর চৌধুরী।লাগাতার ভোটপ্রচার করছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আর সেই সময় শরীরে করোনা লক্ষণ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।এর পরেই করোনা পরীক্ষা করতেই রিপোর্ট পজিটিভ আসতেই আশঙ্খা বাস্তবে পরিণত হলো।ট্যুইটারে নিজেই সংক্রমণের কথা জানান অধীর চৌধুরী, তিনি লেখেন “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে,গত ৭ দিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তারা কোবিড বিধি মেনে চলুন। আমি ভার্চুয়ালি সমস্ত সভায় উপস্থিত থাকবো।সকলের কাছে আমার অনুরোধ সবাই নিজেদের সুস্থতার কথা মাথায় রেখে কোভিডের নিয়ম কানুন মেনে চলুন “।

 

অধীরের আরোগ্য কামনায় পোস্ট মোদীর।

 

অধীররঞ্জন চৌধুরী করোনা আক্রান্ত হতেই তাঁর সুস্থতা কামনা করে ট্যুইট করেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এর আগেও অধীর চৌধুরীকে দাদা বলে সম্মোধন করেন ঠিক এবারেও প্রধানমন্ত্রীর ট্যুইটে তেমনটাই লক্ষ্য করা গেলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম