Home অফবিট লকডাউনে বিশ্ব জুড়ে বেড়েছে প্রেগনেন্সির হার, বলছে সমীক্ষা

লকডাউনে বিশ্ব জুড়ে বেড়েছে প্রেগনেন্সির হার, বলছে সমীক্ষা

গোটা বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাস এর ভয়াবহ প্রকোপ। আর এই করোনা ভাইরাসকে রুখতে একটি উপায় তা হল লক ডাউন। ভারত সহ সমগ্র বিশ্ব এ জারি ছিল লক ডাউন। করোনা আক্রান্ত এর হার রুখতে প্রশাসন কড়াকড়ি লক ডাউন এর নির্দেশ দিয়েছিলো। করোনা সংক্রমন রুখতে ও করোনা মৃত্যুর হার রুখতে মানুষকে বাড়িতে বন্দি করার একটাই উপায় লক ডাউন। আর এই লক ডাউন এ বিশ্ব জুড়ে বেড়েছে প্রেগনেন্সি।

লক ডাউন এ সবাই সারাদিন বাড়িতেই কাটিয়েছে আর এই লক ডাউন এর সময়ে দম্পতিরা একসাথে সময় কাটানোর সময়টা অনেকটা পেয়েছিল যার ফলে এই প্রেগনেন্সির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তথ্য উঠে এলো এক রিপোর্ট এ। নরডভিপিএন নামে একটি সংস্থা এই তথ্য তুলে ধরেছে। ভারতেও এই প্রেগনেন্সির সংখ্যা বেড়েছে। যতগুলো প্রেগনেন্সি ট্রেকিং অ্যাপ ইনস্টল করা রয়েছে তার ওপর ভিত্তি করেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই প্রেগনেন্সি বৃদ্ধির হার শুধু ভারতেই নয় তুরস্ক , দক্ষিণ কোরিয়ার , বুলগেরিয়া , লিথুয়ানিয়া , এল সালভাদর প্রভৃতি দেশে এই প্রেগনেন্সি ট্রেকিং অ্যাপ ডাউনলোড করার সংখ্যা বেড়েছে।

সংস্থা জানিয়েছে , মার্চ মাসে প্রেগনেন্সি ট্রেকিং অ্যাপ ডাউনলোড এর সংখ্যা ৩২ শতাংশ বেড়েছে। এপ্রিল মাসে প্রেগনেন্সি ট্রেকিং অ্যাপ ডাউনলোড সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। সেপ্টেম্বর মাসে প্রেগনেন্সি ট্রেকিং অ্যাপ ডাউনলোড ২০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই প্রেগনেন্সি ট্রেকিং অ্যাপ ডাউনলোড এর সংখ্যা সব দেশের মধ্যে সবথেকে বেশি বেড়েছে ভারত ও দক্ষিণ কোরিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম