Home অন্যান্য তিন'টে সিদ্ধ ডিমের দাম '১৬৭২' টাকা! বিল দেখেই চক্ষু থ গ্রাহকের

তিন’টে সিদ্ধ ডিমের দাম ‘১৬৭২’ টাকা! বিল দেখেই চক্ষু থ গ্রাহকের

সোশ্যাল মিডিয়ায় অনেক ধরণের অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে থাকেন। কিছু দিন আগে অভিনেতা রাহুল বোস এর সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট রীতিমতো হইচই ফেলে দিয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। তিনি একটি বিল এর ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বিলটিতে তিনটি কলার দাম ৪৪২ টাকা নেওয়া হয়েছিল।

তিনটে কলার এইরকম অবৈধ দাম নেন হোটেল থেকে।বিলটি একটি পাঁচতোরা হোটেলের। এরপর এই হোটেলের জিএসটি তদন্তের নির্দেশ দেওয়া হয়। হোটেলে কোনো এইভাবে খাবারের অবৈধ দাম নেওয়া হয় তার তদন্ত এর নির্দেশ দেওয়া হয়। তিনটে কলার দাম ৪৪২ এটা সত্যিই অদ্ভুত আর এই অদ্ভুত দাম কোনো সেটা খুঁটিয়ে তদন্ত করা হয়। তারপর এই হোটেলের জন্য শাস্তি রূপে জরিমানা ধার্য করা হয়।

ওই হোটেলের জন্য শুল্ক ও কর বিভাগের থেকে ২৫০০০ টাকা জরিমানা ধার্য করা হয়। এইবার এই ধরণের ঘটনা ঘটলো আমেদাবাদ এর একটি পাঁচতোরা হোটেলে। মিউসিক ডিরেক্টর শেখর রাভজিযানি একটি বিল এর ছবি টুইটারে পোস্ট করলেন।

তিনি তিনটি ডিমের দাম ১৬৭২ টাকা নেওয়া হল। এই রকমের আকাশ ছোঁয়া ডিমের দাম সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়। তার এই টুইট এর প্রচুর রিটুইট করা হয়। আমেদাবাদ এর হায়াত রিজেন্সতে তিনটি ডিমের দাম ১৬৭২ টাকা নেওয়া হল।

কোনো এইরকম অদ্ভুত দাম ডিমের সেই জন্য তদন্ত শুরু হয় হোটেলের। ওই হোটেলে অন্যসব খাবারে এই রকমের অদ্ভুত দাম নেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে তদন্ত করা হল। কিভাবে এই হোটেল জিএসটি নিল সেটাই তদন্ত করে দেখা হয়। তিনটি ডিমের আকাশ ছোঁয়া দামের বিল এর ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম