অনলাইন ডেস্ক,৩০জুলাইঃ বুধবার ৭০০০হাজারের বেশি কিলোমিটার পথ অতিক্রম করে ফ্রান্সের থেকে ভারতের মাটিতে পা রাখে রাফেল যুদ্ধবিমান। এর পরেই গোটা ভারতবর্ষের মানুষ এই খবরে আনন্দে মেতে ওঠে, এর সাথেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাফেল যুদ্ধবিমানকে স্বাগত জানিয়ে এইদিন সংস্কৃত ভাষায় টুইট করেন।
বুধবারে ফ্রান্স থেকে ভারতের আম্বালা এয়ারবেসে এসে পৌঁছয় অত্যাধুনিক ৫টি রাফেল বিমান।এবিষয়ে প্রধানমন্ত্রীও সংস্কৃতে এইদিন টুইটে স্বাগত জানিয়ে বলেন(বাংলায় অনুবাদ করা হয়েছে)”দেশের সুরক্ষার থেকে বড়ো কোনো আশীর্বাদ আর কিছু হতে পারেনা।দেশ রক্ষা হলো সেরা যজ্ঞ। সম্মানের সাথে আকাশ ছোও। স্বাগতম।”এই ভাবেই প্রধানমন্ত্রী রাফেল কে স্বাগতম করেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন,”ভারতের মাটিতে রাফেলের পদার্পনের পর দেশের বায়ুসেনাদের মনোবল আরও বৃদ্ধি পেয়েছে সাথেই দেশের স্বশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি নয়া অধ্যায়ের সূচনা হলো আজ”।
বুধবার প্রতিরক্ষা মন্ত্রী ফ্রান্সের সরকার তথা ভ্যাসল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের অন্যান্য কোম্পানিগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন।করোনা সময়কালে ভয়ঙ্কর পরিস্থিতিতেও যে ফ্রান্স সঠিক সময়ে যুদ্ধবিমানের ডেলিভারি দিয়েছে ভারতকে তাতে খুব খুশি ভারত সরকার।এইদিন রাজনাথ সিং প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়ে লিখেছেন,’সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্যেই সরাসরি ফ্রান্সের সাথে চুক্তির মাধ্যমেই বিমান গুলো কেনা সম্ভব হয়ে উঠেছে, “এই ভাবেই প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।