fbpx
Friday, July 30, 2021
Homeবিনোদনতিন সন্তানের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, নতুন অতিথিদের নিয়ে সুখের সংসার নিক...

তিন সন্তানের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, নতুন অতিথিদের নিয়ে সুখের সংসার নিক – প্রিয়াঙ্কার

নিক এর ঘরণী তথা লিউড এর দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় দক্ষতায় নাম লিখিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের তালিকায়। দীর্ঘদিন ধরে তিনি সমান দক্ষতার সাথে নিপুন অভিনয় করে বলিউড এ তার সেই জায়গা অটুট রেখেছেন। তার অভিনয় করা একাধিক সিনেমা জনপ্রিয়তার চরম শীর্ষে পৌঁছয়। প্রিয়াঙ্কা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিকের সাথে তার বিবাহ হওয়ার কথা। তার নিক জোনাস এর সাথে বিবাহ এর কথা তিনি সকলকে জানিয়েছেন। ২০১৮ এর ১লা ডিসেম্বর নিক এর সাথে বিয়ের পিঁড়িতে বসেন দেশি গার্ল। তাদের বিয়ে হয়েছে দুই বছর হল।

বিয়ের পর বলা যায় তিনি প্রায় বলিউড থেকে বিদায় এর পথে। নিজের সংসার নিয়ে ভীষণ ব্যাস্ত। বাজিরাও মাস্তানি ছবির পর তাকে আর বলিউড এ দেখা যায় নি। প্রিয়াঙ্কা এখন নিকের গৃহিনী নিক এর ঘর তিনি নিপুন হাতে সামলাচ্ছেন। নিক এর সাথে বিয়ে হওয়ার পর তিনি নিউইয়ার্কএর বাসিন্দা। তিনি প্রায় তার বিদেশ জীবনের নানা ছবি ও ভিডিও শেয়ার করেন। আর সেইসব ভিডিও ও ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়।

সম্প্রীতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এবার তার মা হওয়ার কথা জানিয়েছেন। যদিও আগে প্রেগনেন্ট হওয়ার খবর ও প্রেগনেন্সি সময়কালীন এর কোনো খবর তিনি জানাননি। কিন্তু এবার তিনি মা হওয়ার খবর জানালেন। প্রিয়াঙ্কার তিনটে পোষ্য ক্যানিন – ডায়ানা , গিনো এবং পান্ডার বাবা মা। প্রিয়াঙ্কার পান্ডাটি একদম ছোট্ট এর এক চোখ নীল এবং অন্যটি বাদামি।

নিজের এই তিন পোষ্য এর ছবি পোস্ট করেছেন। যেদিন পান্ডাকে আনলেন সেদিন প্রিয়াঙ্কা লিখলেন ” welcome to the family panda . panda is a husky australian shepard mix rescue and we are already in love ” এদের অনেক ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা ও নিক। এই শিশু পোষ্যটিকে কোলে নিয়ে অনেক আদর করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম