fbpx
Friday, July 30, 2021
Homeভাইরাল খবরস্বল্প পোশাক পড়েই প্রিয়াঙ্কা চোপড়া'র স্নান, ভিডিও পোস্ট করতেই ভাইরাল দৃশ্য

স্বল্প পোশাক পড়েই প্রিয়াঙ্কা চোপড়া’র স্নান, ভিডিও পোস্ট করতেই ভাইরাল দৃশ্য

প্রিয়াঙ্কা চোপড়া বলিউড জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনয় দক্ষতা দ্বারা অসীম জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি । বরাবরই তার অনুরাগীরা তার অভিনয় দক্ষতার জন্য খুব প্রশংসা করেন। তার বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রের অভিনয় এর লক্ষ লক্ষ দর্শক। তিনি তার অভিনয় দক্ষতা দ্বারা নাম লিখিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের তালিকায়। আর দীর্ঘদিন ধরে তিনি সমান দক্ষতার সাথে নিপুন অভিনয় করে অভিনয় জগতে তার সেই জায়গা অটুট রেখেছেন।

অসম্ভব সুন্দর অভিনয় করে তিনি দর্শক এর মন জয় করে নিয়েছেন। তার অভিনয় করা একাধিক সিনেমা জনপ্রিয়তার চরম শীর্ষে পৌঁছয়। তবে তিনি অভিনয় এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সবসময় থাকেন সক্রিয়। সম্প্রীতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে হট অভিনেত্রীকে দেখা যাচ্ছে সুইমিং স্যুট পরে সুইমিং পুলে সাঁতার কাটছেন। তিনি সুন্দর কায়দায় সুইমিং পুলে সাঁতার কাটছেন। যদিও ভিডিওটি দুই বছরের পুরোনো তবুও সম্প্রীতি ভিডিওটি ফের ভাইরাল হয়েছে। তবে তিনি জনপ্রিয়তা অর্জন করলেও প্রায় তিনি অনেক সমালোচিত হন। তাকে নিয়েও অনেক সমালোচনার আসর বসে। সমালোচনা মহলে তাকে নিয়ে অনেক চর্চা হয়। কিন্তু তিনি এইসব সমালোচনা কখনোই তেমন একটা পাত্তা দেননি।

বরাবরই তিনি এই ধরণের সমালোচনা এড়িয়ে চলেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রিয়াঙ্কা চোপড়ার নানা নাচের ভিডিও ভাইরাল হয়। তিনি প্রায় তার বিদেশ জীবনের নানা ছবি ও ভিডিও শেয়ার করেন। আর সেইসব ভিডিও ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়। তবে সম্প্রীতি ফের ভাইরাল তার সুইমিং পুলে সাঁতার কাঁটার ভিডিওটি। ভিডিওটি জুড়ে লাইক কমেন্ট এর বন্যা। নেট জনতার নানা রকমের মন্তব্য। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিডিওটির ভিউযারস এর সংখ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম