fbpx
Friday, July 30, 2021
Homeভাইরাল খবরআবারো ভাইরাল প্রিয়া প্রকাশ, তবে এবার আর চোখ মেরে নয় অন্য রূপে...

আবারো ভাইরাল প্রিয়া প্রকাশ, তবে এবার আর চোখ মেরে নয় অন্য রূপে দেখা দিলেন দক্ষিণী অভিনেত্রী

দক্ষিণ এর অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিযারকে বর্তমানে সকলেই চেনেন যুবক সমাজ তো একটু বেশিই ভালোভাবে চেনে। তিনি চোখ মেরেই রাতারাতি লাইম লাইটেই পৌঁছে গিয়েছিল। তার চোখের ইশারার ফ্যান হয়ে গিয়েছিল পুরো পুরুষ সমাজ। এবার তিনি গান গেয়ে ফের ভাইরাল। তার গানের সুরে ভাসছেন নেট জনতা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রিয়া কোনো এক বিয়ের অনুষ্ঠানে গেছে আর সেখানেই তিনি হাতে ফোন দেখে লিরিক দেখে গান গাইছেন। তিনি একা গাইছেন না তার সাথে তার বন্ধুরাও গান গাইছেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রিয়া ওয়াইন রেড শাড়ি ও স্লীভলেজ ব্লাউজ পরে মিষ্টি সাজে অনুষ্ঠানে গেছেন। আর অনুষ্ঠানে গিয়ে তিনি রোমান্টিক গান ” চান্দা মেরে আ ” গান গাইছেন তার গান শুনে মুগ্ধ নেট জনতা।

এর আগে প্রিয়ার প্রথম টিজার মুক্তি পাওয়ার সাথে সাথে ভাইরাল হতে শুরু করে তার চোখ মারার ক্লিপিংস। তার চোখের ইশারায় কূপকাত হয়েছিল সকলে। যুবক সমাজের মুখে মুখে ছিল তার নাম। এছাড়া বলিউড অভিনেতা ঋষি কাপুরও প্রিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। প্রিয়ার চোখের ইশারায় ফ্যান হয়েছিল ঋষি কাপুর। তিনি বলেন প্রিয়াকে যদি আগে দেখতাম নায়িকা করে নিতাম।

মালোয়ালম ছবি ” গুরু আদর লাভ ” এ চোখ মেরে রাতারাতি জনপ্রিয় হয়েগিয়েছিল প্রিয়া। তার চোখ মারার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। সম্প্রীতি আবার ভাইরাল তার গান এর ভিডিও। তিনি ফের গান গেয়ে ভাইরাল। তার রোমান্টিক গানে সকলেই রোমান্টিক হয়ে গেছে। গানটির ভিডিওতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। প্রিয়ার খালি গলায় রোমান্টিক গান মুহূর্তে ভাইরাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম