Home জলপাইগুড়ি রেঞ্জার সঞ্জয় দত্তের বদলি রদের দাবি জানিয়ে যৌনকর্মীদের বিক্ষোভ

রেঞ্জার সঞ্জয় দত্তের বদলি রদের দাবি জানিয়ে যৌনকর্মীদের বিক্ষোভ

জলপাইগুড়ি, নিজস্ব প্রতিনিধি: ২০১৯ এ এশিয়ার্ডে সোনা প্রাপ্ত স্বপ্না বর্মণের বাড়িতে মিললো বে-আইনি কাঠের খোঁজ। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঢিং পাড়ায় স্বপ্না-এর বাড়িতে অভিযান চালায় বনদফতর।কাঠের কাগজ চেয়ে তল্লাশি নিয়ে বিতর্ক চলছে এখনও।

এই ঘটনার পর উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশ্যাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তকে বদলি করা হয়। এই বদলি রোধের জন্যই জলপাইগুড়ির দিনবাজার যৌনপল্লীর কর্মীরা ২২শে জুলাই বিক্ষোভ জানায়। যৌন কর্মীরা দাবি তুলছেন মুখ্যমন্ত্রীর কাছে যাতে তিনি বিষয়টি খুঁটিয়ে দেখেন।স্বপ্না বর্মণের মতো এক নামি খেলোয়াড়ের বাড়িতে বে-আইনি কাঠ উদ্ধার করার ঘটনায় জেরেই বদলির অর্ডার আসে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নামে।

আর এই খবর জানাজানি হতেই যৌনপল্লীর কর্মীরা বিক্ষোভ শুরু করেন।যাদের সমাজে একঘরে করে রাখে সাধারণ মানুষ ও অনেক নামজাদা ব্যক্তিরা, তাদেরকে যথেষ্ট সম্মান করতেন এই সঞ্জয় দত্ত।রেঞ্জার সঞ্জয় দত্তের কাছে তাদের পরিচয় ছিল মানুষ হিসেবেই। কখনও কারোর সংসারে খাবার পৌঁছে দেওয়া কিংবা কারোর শিশুর পড়াশোনার খরচ দেওয়া বিভিন্নভাবে যৌনকর্মীদের সাহায্য করতেন তিনি। অন্য সময় সমাজের কোনো কাজে মাথা না ঘামালেও সঞ্জয় দত্তের বদলি রদের দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন জলপাইগুড়ি দিনবাজারের যৌন কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম