জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: করোনা পরিস্থিতিতে যখন গোটা বিশ্বের মানুষ চিন্তায় রয়েছে, কার্যত বিভিন্ন ক্ষেত্রে মানুষ এই মহামারী রোগ এর পরিস্থিতিতে বিপদের মুখোমুখি হয়েছে, অনেকে যেমন ব্যবসা বাণিজ্যে প্রচুর ক্ষতির মুখোমুখি হয়েছে, তেমনি চাপে রয়েছে কৃষক বন্ধুরাও। তাই গরিব কৃষকদের কথা মাথায় রেখে কৃষকদের কৃষি কাজে উৎসাহ দিতে ঋণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা গিয়েছে। এইদিন একটি কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরের ক্লাব রোডে সদর কৃষি দফতরের উদ্যোগে ও এস বি আই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহযোগিতায় কৃষকদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এইদিন কৃষি দফতর এর তরফ থেকে দাবি করা হয়েছে যে, কে সি সি ডে উপলক্ষে ঋণ দেওয়া হচ্ছে, কৃষকেরা উপযুক্ত ঋণ নিয়ে সেই টাকায় যাতে করে তাঁরা তাদের মতো করে কৃষি কাজ করতে পারে, সাথেই এর দ্বারা তারা এই কাজে উৎসাহ পাবে।এইদিন সদর ব্লকের ২৮১১ জন কৃষকদের উদ্দেশ্যে কে সি সি হয়েছে। ঋণের পরিমান ৭০ হাজার থেকে দেড় লক্ষ টাকা অবধি নির্ধারিত করা হয়েছে। এদিনের এই কৃষক সহায়ক কর্মসূচি থেকে যে সমস্ত কৃষকের ঋণ তুলে দেওয়া যেতে পারে সেই নথি তুলে দেওয়া হয় ব্যাঙ্কের পক্ষ থেকে। কিছুদিনের মধ্যে কৃষকরা ঋণের টাকা ব্যাঙ্কে পেয়ে যাবেন বলে জানান জলপাইগুড়ি সদর মহকুমার সহ কৃষি অধিকর্তা পাপিয়া ভট্টাচার্য । তিনি বলেন সময় মত কৃষি ঋণ পরিশোধ করলে আগামী আরও কৃষক ঋণ পাবেন। তাই ঋণের টাকা নিয়ে সঠিক কাজে লাগিয়ে ঋণ পরিশোধ করুন। এক কৃষক বলেন, ঋণ পেয়ে আমাদের খুবই উপকার হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাপিয়া ভট্টাচার্য, উপস্থিত ছিলেন স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার সিদ্ধাথ গুপ্তা , ডেপুটি ম্যানেজার দিপাঞ্জন মিত্র সহ অন্যান্যরা।