fbpx
Friday, July 23, 2021
Homeবিনোদনসন্তান জন্মের পর স্বমহিমায় ক্যামেরার সামনে পূজা ব্যানার্জী

সন্তান জন্মের পর স্বমহিমায় ক্যামেরার সামনে পূজা ব্যানার্জী

বলিউড/ টলিউড এর জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।সোশ্যাল মিডিয়ায় এই বাঙালী অভিনেত্রীকে তার জীবনের সব রকমের ছবি শেয়ার করতে দেখা যায়। পূজার দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ছিল কুনালের সঙ্গে। এরপর ২০১৭ সালে ১৬ অগাস্ট পূজার এনগেজমেন্ট হয়েছিল। এরপর ২০২০ সালে ১৫ এপ্রিল তাদের সামাজিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কিন্তু করোনা ভাইরাস এর জেরে তাদের সেই সামাজিক বিয়ে বাতিল হয়ে যায়। তারপর তারা সেদিন রেজিস্ট্রি করে নেন। এরপর পূজার জীবনে আসে এক বিরাট আনন্দের খবর। জানা যায় তিনি মা হতে চলেছেন। তারপর গত ৯ অক্টোবর এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন পূজা।

সন্তান জন্ম হওয়ার পর পূজা ও কুনাল ভীষণ খুশি। সোশ্যাল মিডিয়ায় সদ্যজাতের ছবি শেয়ার করেছিলেন পূজা। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে পূজা তার ছয় দিনের সন্তানের ছবি পোস্ট করেছিলেন। হাসপাতালের কেবিনে পোজ দিয়ে ছবি তুলেছিলেন পূজা ও কুনাল। জানা যায় , করোনা আবহ কেটে গেলে ছেলেকে কোলে নিয়েই বিয়ে করবেন পূজা ও কুনাল। মা হওয়ার পর করবা চৌথ খুব ভালো ভাবে পালন করলেন পূজা। ইন্সট্রাগ্রাম এ লাল শাড়ি পরে নতুন বৌ সেজে ছবি পোস্ট করেছেন পূজা। নতুন বৌ এর সাজে পূজাকে দেখে মুগ্ধ হয়ে গেছে তার অনুরাগীরা। এই প্রথমবার পূজা করবা চৌথ এর ব্রত পালন করলেন পূজা। সারাদিন উপোস থেকে চাঁদ দেখে জলপান করে নিজের উপোস ভেঙেছে পূজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম