Home ভাইরাল খবর মাস্কের বদলে নাকে জ্যান্ত এক পাইথন সাপ! ভিডিও দেখে হতবাক সবাই

মাস্কের বদলে নাকে জ্যান্ত এক পাইথন সাপ! ভিডিও দেখে হতবাক সবাই

বর্তমানে চলছে করোনার ভয়াবহ পরিস্থিতি। করোনাকে রুখতে চিকিৎসক ও প্রশাসন সাধারণ মানুষকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন। অনেক দেশে তো মাস্ক ব্যবহার না করলে রীতিমতো শাস্তি দেওয়া হচ্ছে। যার ফলে মানুষ এখন নানা রকমের মাস্ক ব্যবহার করছেন।

মাস্ক এ কেও নিজের পছন্দ মতো নাম লিখছে আবার কেউ নিজের পছন্দমতো ছবি দেওয়া মাস্ক ব্যবহার করছেন। বেরিয়েছে নানা রকমের ডিজাইনার মাস্ক। নানা রকমের প্রিন্ট করা নানা রঙের ড্রেস এর ম্যাচিং রং এর মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে।

কিন্তু ইংল্যান্ডের ম্যানচেস্টার এ এক ব্যক্তিকে ব্যবহার করতে দেখা গেল এক অদ্ভুত মাস্ক। যা কেউ কখনো ভাবতেও পারে না। ইংল্যান্ড এর শহরে বাসের মধ্যে এক ব্যক্তিকে মাস্ক হিসেবে ব্যবহার করতে দেখা গেল এক জ্যান্ত পাইথন সাপ।

পাইথনকে তিনি গলায় জড়িয়ে মুখে মাস্ক হিসেবে ব্যবহার করেছেন। এইরকমভাবে কেউ সাপ মাস্ক হিসেবে ব্যবহার করতে পারে তা কেউ ভাবতেই পারে না।

সুইডেন এলাকা থেকে বাসে উঠেছিলেন ওই ব্যক্তি প্রথমে বাস এর কেউ তেমন ভাবে তার মাস্ক খেয়াল করে নি সকলেই ভেবেছে প্রিন্ট করা মাস্ক কিন্তু ওই ব্যক্তির পাশের যাত্রী হঠাৎ লক্ষ্য করেন যে ওটা প্রিন্ট করা মাস্ক নয় ব্যক্তির মুখ ও গলা দিয়ে জড়িয়ে রয়েছে জ্যান্ত পাইথন সাপ।

এই দেখে বাসের সকলেই আঁতকে ওঠে। ওই বাসের এক ব্যক্তি ওই দৃশ্যর ভিডিও করে নিয়েছেন। যদিও সাপটি বাসের কারও কোনো রকম ক্ষতি করেনি। ওই ব্যক্তি নিদিষ্ট জায়গায় নেমে পড়েছেন।

ব্রিটেন সরকার সার্জিকাল মাস্ক ছাড়া অনন্যা মাস্ক পড়ার অনুমতি দিয়েছেন তাই ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ করা যায় নি। কিন্তু অনেকেই দাবী করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে বন্য প্রাণী রক্ষার আইনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

বাসের মধ্যে করা ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। তবে আনুমানিক ৪০ বছরের ওই ব্যক্তির নাম এখনো জানা যায়নি। এবং ভিডিওটিতে নিরাপত্তার জন্য ব্যক্তির মুখটি আবছা করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম