Dainik Khabor:- করোনা আবহের জন্য বন্ধ হয়ে পরে রেল পরিষেবা।তবে ভিন্ রাজ্যে থাকা শ্রমিক দের কে ফেরানোর জন্য কেন্দ্র কিছু রেল চালু করেন, যাতে করে বিভিন্ন স্থানে আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরতে পারেন।
এই সবেরমাঝেই কিছু দিন আগে একটি খবর পাওয়া যায় যে রেল নাকি বেসরকারিকরণ হচ্ছে।আর এই খবর ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় উঠে গোটা দেশ জুড়ে।এই কথা ছড়িয়ে পরার পরেই এবার নিজেদের অবস্থান কে স্পষ্ট করলেন রেল মন্ত্রী পীযুষ গোয়েল।তিনি জানান যে রেল বেসরকারি করণ হচ্ছেনা না। যে ভাবে রেল পরিষেবা চলতো সেই ভাবেই চলবে।
১০৯ টি বেসরকারি রুটে রেল চালানোর জন্য বেসরকারি বিনিয়োগ কারীদের কে ডাকা হয়েছিল কিন্তু সেই বিনিয়োগের জন্য আর সেখানে বেসরকারি বিনিয়োগ কারীকে ৩০ হাজার কোটি টাকা লগ্নি করতে হত।রেলের এই বেসরকারি বিনিয়োগ কে নিয়ে যে জোড় জল্পনা চলছিল তাঁরই উত্তর দিলেন রেল মন্ত্রক।এই দিকে পীযুষ গোয়েল একটি টুইট বার্তায় জানান যে- রেল পরিষেবা আগের মতই চলবে।কোনো বেসরকারি করণ করা হবেন।
তবে ১০৯ টি রুটে ১৫১ টি আধুনিক ট্রেন চালানোর কথা ভাবা হয় আর সেখানেই বেসরকারি বিনিয়োগ করার কথা পরিকল্পনা করা হয়। তবে আগের পরিষেবা তে রকম ব্যাঘাত ঘটবে না বলে জানান তিনি। আগের পরিষেবা আগের মতন করেই চলবে বলে জানান তিনি। আর এই নতুন পরিষেবা তে বেসরকারি করণ হলেও সেখানে কাজের সুবিধা পাবেন অনেকেই।