রামপুরহাটে প্রতিনিধি দল পাঠাচ্ছেন অমিত শাহ ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব

রামপুরহাট :
আলোচনার কেন্দ্রে বীরভূমের রামপুরহাটের বগটুই।উত্তাল অনুব্রতর গড়। একদিকে, খুন হলেন উপপ্রধান, অপরিদকে শুরু হয় মৃত্যুলীলা। একের পরে এক মানুষের লাশ আসে সামনে। দমকল সূত্রে জানা গেছে যে, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করতে বিরোধী শিবিরের তরফে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে শাসকদলের বিরুদ্ধে। এইবার, এই বিষয়কে কেন্দ্র করে সরব হল কেন্দ্রীয় সরকার।
এই বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বিজেপির সাংসদরা দিল্লিতে গিয়ে কেন্দ্রেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয় যে, শীঘ্রই তথা ৭২ ঘন্টার মধ্যেই যেন রামপুরহাট কান্ডকে কেন্দ্র করে রিপোর্ট পেশ করা হয়। একইসঙ্গে এও জানানো হয়েছে যে, আজ কেন্দ্রের তরফর বাংলায় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ দলও এসে পৌঁছাবে।
মঙ্গলবার সকালে দিল্লীতে অমিত শাহের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায় সহ বাংলার অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। এরপরেই রিপোর্ট তলব করার সিদ্ধান্ত নেন ককেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রের তরফে বিশেষভাবে পাঠানো দলে থাকবেন যুগ্ম সচিব স্তরের আধিকারিকরা। এই দল ভালোভাবে ঘটনাস্থল ঘুরর দেখবে এবং সেটার ভিত্তিতে কেন্দ্রে তদন্ত রিপোর্ট জমা দেবে।