দৈনিক খবরঃবাংলা সিরিয়াল জগতের খ্যাতনামা শিল্পী দিতিপ্রিয়া রায় যাকে আমরা’ রানী রাসমণী’ সিরিয়ালে দেখি যেখানে সে মূল ভূমিকা অর্থাৎ রানী মায়ের ভূমিকায় কাজ করে থাকেন।হাজারো অসুবিধের মাঝেই একদিকে অভিনয় জগৎ ওপর দিকে পড়শোনা সত্যিই ছোট্ট রানী মাকে দুদিকটাই সামলাতে হতো। শুক্রবার সকাল থেকেই রানী মা অর্থাৎ দিতিপ্রিয়া খুব চিন্তিত ছিল কারন এই বছরেই সে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আর তার ফল প্রকাশ করার কথা ছিল আজ।সিরিয়ালের সেটে সকলেই জানতেন দিতিপ্রিয়া পড়শোনাতেও খুব ভালো, তবে এইদিন দিতিপ্রিয়ার রেজাল্টের দিকে তাদেরও নজর ছিল।
এর পরেই বিকেল ৪টার পর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতেই ‘রানী রাসমণীর’ সেটে আনন্দে মেতে ওঠে সকলে, কারন দিতিপ্রিয়া ৮২ শতাংশ নম্বর নিয়ে পাস করেন, নিজের রেজাল্টের খবর পেয়ে দিতিপ্রিয়াও অনেকটাই খুশি।তবে একদিকে বাংলা সিরিয়াল জগতে মূল চরিত্রে কাজের সাথে সাথেই নিজের পড়াশোনার দিকেও সমান গুরুত্ব রেখে A+ অর্থাৎ স্টারমার্কস পাওয়াটা সত্যিই প্রসংশনীয়।
দিতিপ্রিয়ার উচ্চমাধ্যমিকের পরীক্ষার সিট পড়েছিল বালিগঞ্জের বিএসএস স্কুলে, এমনকি এমনটাও হয়েছিল পরীক্ষা শেষ করেই তাকে শুটিং সেটে পৌঁছতে হতো, কারন তিনি হলেন এই জনপ্রিয় সিরিয়ালের মুখ্যপাত্র, তাই এই পরিস্তিতিতেও ৮০ শতাংশের ওপর নম্বর পাওয়াটা সত্যিই খুব প্রশংসনীয়।