fbpx
Thursday, July 29, 2021
Homeভাইরাল খবরসিনেমায় কাজ করতে কি করতে হয় জানালেন রানী

সিনেমায় কাজ করতে কি করতে হয় জানালেন রানী

ব লিউড অভিনেতা অভিনেত্রীদের প্রতিভা আমাদের কাছে অজানা নয় । অভিনেতা অভিনেত্রীদের একের পর এক হিট ফিল্ম দেখে আমরা সকলে তাদের ফ্যান হয়ে যাই । শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে আমরা তাদের ফলো ও করে থাকি । কিন্তু অনুরাগীদের প্রিয় পাত্রী হওয়ার জন্য তারকাদের কি কি করতে হয় সেই বিষয়ে আগামী দিনের তারকাদের জন্য কিছু টিপস শেয়ার করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি । বাঙালি হলেও নায়িকা হিসেবে তিনি বলিউড এ বেশি জনপ্রিয় ।

 

এছাড়া তিনি টলিউডে ও কিছু সিনেমায় কাজ করেছেন । সাধারণ মানুষ তথা অনুরাগীরা সবসময় সিনেমার পর্দায় তাদের অভিনয় দেখে মুগ্ধ হয় । কিন্তু বাস্তবে তাদের কত কষ্ট করতে হয় সেই বিষয়ে কিছু বললেন রানী মুখার্জি । তিনি বললেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুব একটা সহজ নয় , পর্দার ওপরে যেমন দেখতে হয় পর্দার বাইরে চিত্রটি একেবারেই আলাদা । যে কোনো একটি ফিল্মে কাজ চলাকালীন দিন , রাত কোনো কিছুই কোনো বোঝা যায় না । কোনো কোনো সময় গভীর রাত পর্যন্ত তাদের কাজ চলতে থাকে । ঠিক যেই সময় আমরা গভীর ঘুমে নিমগ্ন থাকি । শুধু তাই নয় কনকনে শীতে তাদের হট পোশাকেও কাজ করতে হয় ।

 

 

তাই জন্যই আগামী স্টারদের উদ্দেশ্যে তিনি বলেছেন দেখতে ভালো লাগলেই এই প্রফেশনে সবাই টিকতে পারে না । অভিনয় যাদের সপ্ন , যারা ভালবেসে অভিনয় করে তারাই এই প্রফেশনে দীর্ঘদিন ধরে কাজ করে এগিয়ে যেতে পারেন । তার এই টিপসগুলি আশাকরি সবাইকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম