Home অন্যান্য পৃথিবী'তে দেখা গেল এক বিরল প্রজাতির 'সাপ'! দেখুন ভিডিও সহ

পৃথিবী’তে দেখা গেল এক বিরল প্রজাতির ‘সাপ’! দেখুন ভিডিও সহ

নানা প্রান্তের নানা অদ্ভুত দৃশ্যর সাক্ষী হয়ে থাকেন নেটিজেনেরা। সোশ্যাল সাইড এ প্রায় প্রতিনিয়ত কিছু না কিছু অদ্ভুত ঘটনা ভাইরাল হয়ে চলছে। নেটিজেনেদের চোখে এমন কিছু কিছু দৃশ্য পরে যা সত্যিই অদ্ভুত।

এই রকমের একটি ভিডিও দেখে নেটিজেনেরা আবার তাজ্জব লেগে গেলেন। গত ১৭ সেপ্টেম্বর লাইফ অফ আর্থ নামে একটি টুইটার একাউন্ট থেকে একটি নীল সাপ এর ছবি টুইট করা হয়। সাপ টি একটি লাল গোলাপ এর ওপর ঘুরে বেড়াচ্ছে ।

লাল গোলাপের ওপর নীল সাপ দেখতে খুব সুন্দর লাগছে।এই সাপ দেখা যায় পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়া। তবে এই নীল সাপ পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে।

মস্কর চিড়িয়াখানা থেকে জানানো হয়েছে , এই নীল রঙের সাপ এখন ওতো দেখা যায় না। এই সাপ দেখতে সুন্দর হয়েও খুব ভয়ঙ্কর। এই সাপ একবার কাউকে কামড়ালে তাকে বাঁচানো খুব মুশকিল কারণ এই সাপ খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় মানুষের শরীরে।

এই নীল রঙের সাপটির নাম নীল পিট ভাইপার। এটি হোয়াইট লিপ ভাইপার এর নীল সংস্ককরণ। এই সাপটি যতটা সুন্দর দেখতে ততটাই বিষাক্ত এই সাপ। এই নীল সাপ খুবই বিরল। এই সাপ দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। লাইফ অফ আর্থ টুইটার থেকে এই সাপটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিটি। সাপটি দেখে মুগ্ধ নেটিজেনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম