Home রাজ্য রাবন দহনের অনুষ্ঠানে উপচে পড়া ভীড় ,বাড়ছে করোনার আশংকা

রাবন দহনের অনুষ্ঠানে উপচে পড়া ভীড় ,বাড়ছে করোনার আশংকা

খড়্গপুরে ভিড়ে ঠাসা রাবণ দহন অনুষ্ঠানে শিকেয় উঠলো সামাজিক দূরত্ব। রাবণ দহনের আয়োজক দশেরা কমিটির সভাপতি খড়গপুর সদরের তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে করোনা-বিধি না মানার অভিযোগ বিজেপি।বিজেপির অভিযোগ, বিধায়ক, জেলাশাসক এবং পুলিশ কর্তাদের উপস্থিতিতেই সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘন করে ভিড় জমান বহু মানুষ। সংক্রমণের আশঙ্কায় দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকার কড়াকড়ি করলেও, এক্ষেত্রে তা মানা হয়নি।স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি বলেন প্রশাসন ও উদ্যোক্তা দের প্রচেষ্টা সত্ত্বেও মানুষের আবেগের কাছে হার মেনেছে তাদের সেই প্রচেষ্টা। পাশাপাশি ই জেড সি সি তে বিজেপি মহিলা মোর্চার সিঁদুর খেলার প্রসঙ্গ তুলে তিনি বলেন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য অপপ্রচার করছে। এইবারের অনুষ্ঠানে গতবারের তুলনায় কুড়ি শতাংশ লোক ও আসেননি আর যারা এসেছিলেন তারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছিলেন ,তাই এই অভিযোগ অমূলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম