IOCL ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ এর জন্য দরখাস্ত আবেদন করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য ভীষণ খুশির খবর। চাকরি প্রার্থীদের জন্য এবার এলো এক খুশির খবর। যারা আগ্রহী তারা অনলাইন আবেদন করতে পারবেন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট iocl.com এর মাধ্যমে।
IOCL মোট ৪৮২ টি পদে প্রার্থী নিয়োগ করবে। আবেদন শুরু হবে ৪ নভেম্বর ২০২০ থেকে। আগ্রহী প্রার্থীরা ৪ নভেম্বর ২০২০ থেকে অনলাইন এ আবেদন করতে পারবেন। আবেদন এর শেষ তারিখ ২২ নভেম্বর ২০২০।
পরীক্ষার পদ্ধতি :-IOCL এ প্রার্থী নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস ( MCQ) প্রশ্ন থাকবে। ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। IOCL এর জন্য আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখুন।
প্রার্থীর যোগ্যতা :-আবেদনকারীর বয়স সীমা ৩০ অক্টোবর ২0২০ তারিখের মধ্যে ১৮ থেকে ২৪ বছর হতে হবে।