fbpx
Saturday, July 24, 2021
Homeভাইরাল খবরমধ্যবয়সি মাকে লাল লিপস্টিক লাগানোয় আত্মীয়দের কাছে শুনতে হয়েছিল কটু কথা, অভিনব...

মধ্যবয়সি মাকে লাল লিপস্টিক লাগানোয় আত্মীয়দের কাছে শুনতে হয়েছিল কটু কথা, অভিনব কায়দায় প্রতিবাদ ছেলের

সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় নানা মানুষের নানা রকমের প্রতিবাদের অভিনব পদ্ধতি। সমাজের নানা রকমের প্রশ্নের উত্তর দিতে অনেকেই নানা রকমের অভিনব পদ্ধতি বেছে নিয়েছিলেন। এই রকমের এক অভিনব পদ্ধতিতে সকলের জবাব দিলেন কলকাতার পুস্পক সেন। এবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেল কলকাতার এক ছেলের প্রতিবাদ।

ছেলেটির নাম পুস্পক সেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখা যাচ্ছে দাড়ি ভর্তি মুখে ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে একটি ছেলে। পুস্পক সোশ্যাল মিডিয়ায় লাল লিপস্টিক পরে ছবিটি পোস্ট করে লিখেছেন , ” পারিবারিক এক অনুষ্ঠানে আমার ৫৪ বছরের মা কে আত্মীয়স্বজনদের কাছে খারাপ কথা শুনতে হয়েছে। নানা কটু কথা শুনতে হয়। নানা রকমভাবে হেনস্থা হতে হয়। আমার মায়ের অপরাধ ছিল ৫৪ বছর বয়সেই লাল লিপস্টিক লাগিয়েছেন।

যখন এই আলোচনা হচ্ছিলো তখন সেখানে সোশ্যাল মিডিয়ার অনেক সন্তানেরা উপস্থিত ছিল। আমি দাড়ি মুখে লাল লিপস্টিক লাগিয়ে সেই সব মা বোনেদের পাশে দাঁড়াতে চাই। নিরাপত্তাহীনতায় ভোগা এক শ্রেণীর মানুষের জন্য আমাদের সমাজ আজকে এতটা বিষাক্ত। তাদের সুস্থতা কামনা করি। তাদের এই ধরণের চিন্তাভাবনা বদলে ফেলা উচিত। আমি সকলকে বলবো মহিলাদের হেনস্থা দেখলে তাদের তাদের পাশে দাঁড়ান “। আসলে ওই ছেলেটির মা শখ করে লাল লিপস্টিক দিয়েছিল। তার মায়ের বয়স ৫৪ বছর। তার মায়ের লাল লিপস্টিক পরা দেখে তাদের কাছের আত্মীয়স্বজন এরা নানা রকমের প্রশ্ন তুলেছিল তার মায়ের চরিত্র নিয়ে। মায়ের এইরকমভাবে অপমান তার মনের ওপর ভীষণভাবে প্রভাব ফেলেছিল। তাই তিনি আত্মীয় স্বজন এর প্রশ্নের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় নিজে গাল ভর্তি দাড়ি নিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে ছবি পোস্ট করেছেন। ছবিটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম