বর্তমানে স্মার্টফোন ছাড়া মানুষ এক পা এগোতে পারে না। আর বর্তমানে বিভিন্ন কোম্পানি একের পর এক বাজারে নিয়ে আসছে নতুন নতুন স্মার্টফোন। এই স্মার্টফোন এর কোম্পানি গুলোর মধ্যে বর্তমানে একটি জনপ্রিয় কোম্পানি হল শাওমি। এবার শাওমি তাদের Redmi go স্মার্টফোন এর দাম কমিয়ে দিয়েছে কিছুটা। আগে এই Redmi go স্মার্টফোন এর দাম ছিল ৪৯৯৯ টাকা কিন্তু শাওমি কোম্পানি এই Redmi go স্মার্টফোন এর দাম কমিয়ে এবার মূল্য নির্ধারিত করলো ২৯৯৯ টাকা। আপনি এখন মাত্র ২৯৯৯ টাকা দিয়ে এই Redmi go স্মার্টফোন কিনতে পারবেন।
শাওমি কোম্পানির সবচেয়ে বাজেট লেভেল স্মার্টফোন হল Redmi go। ফোনটির স্পেসিফিকেশোন হল এই ফোনটিতে ৫ ইঞ্চি ডিসপ্লে আছে। ফোনটির পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।এছাড়া ফোনটিতে ৩০০০ mah ব্যাটারি আছে। ফোনটিতে ৩২ জিবি স্টোরেজ ও ১ জিবি ৱ্যাম আছে। এছাড়াও হিন্দি , বাংলা , তামিল , গুজরাটি , তেলেগু , মালয়ালম সাতটি ভারতীয় ভাষা সরবরাহ এর জন্য ওপরেটিং সিস্টেম রয়েছে। এই ফোনটিতে অনেক আকর্ষণীয় ফিচার অফার রয়েছে। আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই ফোনটি কিনে নিন। এই অফার এ ফোনটি পাওয়া যাবে শুধু mi.com ওয়েবসাইট থেকে। mi.com ওয়েবসাইট থেকে ফোন অর্ডার করলেই আপনি এই অফার পাবেন।
এই ফোনটি ২০১৯ সালে প্রথম বাজারে এসেছিলো। আগে ফোনটির দাম ৪৯৯৯ টাকা ছিল কিন্তু এখন ২৯৯৯ টাকায় এই ফোন আপনি পেতে পারেন। তাই তাড়াতাড়ি Redmi go স্মার্টফোনটি কিনে ফেলুন এই আকর্ষণীয় অফার এ।