fbpx
Friday, July 23, 2021
Homeবিনোদন'সড়ক ২' ট্রেলার রিলিজ হওয়ার সাথে সাথেই ডিসলাইকের বন্যা! চিন্তায় মহেশ ভাট

‘সড়ক ২’ ট্রেলার রিলিজ হওয়ার সাথে সাথেই ডিসলাইকের বন্যা! চিন্তায় মহেশ ভাট

অবশেষে প্রকাশ্যে এলো মহেশ ভাট পরিচালিত ছবি ‘সড়ক ২’এর ট্রেলার।কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা হবার কথা ছিল সেটাই ঠিক দেখা গেলো,নেটজিনদের অধিকাংশ ছবির ট্রেলারটিকে আনলাইক ছুড়ে দিল। ছবিটিতে অভিনয়ে আছেন, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত,পূজা ভাট,আদিত্য রায় কাপুর।মোটকথা ছবিটির ফাস্টলুক প্রকাশ পেয়েছে তখন থেকেই সমালোচনার মুখে পরতে হয়েছে।ছবিটিতে নেপোটিজম-এর অভাব নেই বলে অভিযোগ করেছেন নেটিজেনরা।

গতকাল রাতেই ‘সড়ক ২’এর অভিনেতা সঞ্জয় দত্তের ক্যান্সার আক্রাত হবার খবর আসে। এর পরে ছবির ট্রেলার প্রকাশ হতে মনে করা হয়েছিল যে, দর্শকদের কাছে সহমর্মিতার জায়গা পেতে পারে ছবির ট্রেলারটি কিন্তু তা হয়নি, হয়তো ভাট পরিবারের ওপর নেটজিনদের রোষ পুরোপুরি ভাবে ছবির ট্রেলারে আনলাইক দ্বারা প্রকাশ পেয়েছে।শুধু ট্রেলারটিতে আনলাইকই নয় মানুষের প্রবল রাগে নিজেদের মোবাইল ফোন থেকে হটস্টার অ্যাপটি ডিলিট করে দিচ্ছেন অনেকেই কারন,হটস্টার অ্যাপেই মুক্তি পাবে ‘সড়ক ২’।

২১ বছরের একটি বড়ো ব্রেকের পর আবারও মুক্তি পেতে চলেছে পরিচালক ‘মহেশ ভাট’পরিচালিত ছবি। তবে এখন মহেশ ভাট অন্যকারনে শিরোনামে রয়েছেন,সুশান্ত সিং রাজপূত ঘটনায় প্রেমিকা রিয়া চক্রবর্তীর সাথে অন্যতম নাম রয়েছে মহেশ ভাটেরও আর তার দরুন মহেশ কন্যা আলিয়া ভাটও বর্তমানে নেটজিনদের রোষের মুখে পড়েছেন। তবে ‘সড়ক ২’এর মুক্তির পরও সিনেমাটি যে তেমনভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারবেনা সেটা অনেকেই মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম