কোচবিহার,নিজস্ব সংবাদদাতাঃ গত মঙ্গলবার গঠিত হল আর.জি পার্টি। এই আর.জি পার্টি গঠন হয় সিতাই থানার অন্তর্গত কোনাছাতরা এবং বার্থার গ্রামে । এই দুই জায়গায় গতকাল থেকে আর.জি পার্টি গঠন হয়েছে আইসি সিতাই এর উপস্থিতিতে। সাধারণত এই পার্টির মূল উদ্দেশ্য হল গ্রামে, হাটে, বাজারে চুরি রুখতে হবে। পুলিশ টহলদারীর বিষয়ে হস্তক্ষেপ করবে এবং এর পাশাপাশি স্থানীয় মানুষদের ও সচেতন থাকতে হবে । সমস্ত গ্রামবাসীদের সাবধান হতে হবে স্থানীয় দুষ্কৃতীদের হাত থেকে। পুলিশের সাথে আর . জি পার্টির সহযোগিতা সামিল হলে চুরির মতো অপরাধ একেবারেই কমে যাবে বলে আশা করা যায়।নিজেদের এলাকা রাতে পাহারা দেবে আর.জি পার্টির সদস্যরা সঙ্গে থাকবে পুলিস।
আরও পড়ুনঃ এক যুবকের কপালে চাবি ঢুকিয়ে দিল পুলিশ! দেখুন কেন ঘটলো এমন ঘটনা?
এলাকার গ্রামের লোকেরা আশা করতে পারছেন যে, যদি আগামী দিনে জেলার বিভিন্ন স্থানে হাটে, বাজারে আর.জি পার্টি গঠিত হয়, এবং পুলিশের সাথে তারা সহযোগিতা করে তবে পুরো জেলায় চুরির মতো অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব হবে।