Home লাইফস্টাইল লক্ষী মা'কে পুজো করার সঠিক পদ্ধতি! বদলে যাবে জীবন

লক্ষী মা’কে পুজো করার সঠিক পদ্ধতি! বদলে যাবে জীবন

মা লক্ষীর পুজো প্রায় প্রতিটি ঘরে ঘরে হয়। প্রচলিত আছে মা লক্ষীর পুজো করলে মানুষ ধনবান হয়। মা লক্ষী কৃপা করলে ভক্তদের সংসারে সুখ শান্তি বজায় থাকে। মা লক্ষীর পুজো করলে মা লক্ষীকে তুষ্ট করতে পারলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে।

আপনার কর্মক্ষেত্রে আপনি লাভবান হবেন। মা লক্ষীকে তুষ্ট করতে কয়েকটা আচার পালন করলেই হয়। কয়েকটি আচার পালন করলে মা লক্ষী আপনার বাড়িতে অধিস্থিত হবেন। প্রতিদিন স্নান করে পরিষ্কার জামা কাপড় পড়ে ১০৮ বার গায়েত্রী মন্ত্র জপ করলে মা লক্ষী সন্তুষ্ট হন। মন্ত্রটি জপ করার পদ্মবীজের মালা ব্যবহার করা ভালো।

বাড়িতে যদি প্রতিদিন মা লক্ষীর পায়ের চিহ্ন আঁকা হয় তাহলে আপনার সংসারের জন্য খুব ভালো। অন্তত বৃহস্পতিবার মায়ের পায়ের চিহ্ন অবশ্যই আঁকা ভালো। বাড়িতে তুলসী গাছ লাগিয়ে সেই তুলসী গাছের সামনে প্রতিদিন প্রদীপ জ্বালালে মা লক্ষী তুষ্ট হন।

বলা হয় তুলসি গাছ হল মা লক্ষীর আরেকটি রূপ। বাড়িতে ঠাকুর ঘরে কুড়ি ও শঙ্খ রাখা ভালো তাতে মা লক্ষী সন্তুষ্ট হন। দক্ষিনাবর্ত শঙ্খ কে বলা হয় মা লক্ষীর শঙ্খ তাই দক্ষিনাবর্ত শঙ্খকে রুপোর বাটি বা মাটির বাটিতে রাখলে মা লক্ষীর আশীর্বাদ পাওয়া যায়।

প্রতি শুক্রবার মাটির প্রদীপে নয়টা সলতে জ্বালানো ভালো। প্রতিদিন মা লক্ষীর সামনে ঘি এর প্রদীপ জ্বালানো ভালো। তাতে মা লক্ষী সন্তুষ্ট হন। পদ্ম নারকেল ও ক্ষীরের নৈবিদ্য দিলে মা লক্ষী সন্তুষ্ট হন। মা এর কৃপায় আপনার সংসারে সুখ শান্তি অর্থ যশ কোনো কিছুর অভাব হবে না। ভক্তিভরে মায়ের আরাধনা করলে মা সন্তুষ্ট হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম