Home মালদা মালদাতে নদীর ভাঙ্গন অব্যাহত, আতঙ্কে মালদাবাসী

মালদাতে নদীর ভাঙ্গন অব্যাহত, আতঙ্কে মালদাবাসী

মালদা, নিজস্ব প্রতিনিধি: মালদা তে নদীর ভাঙ্গন অব্যাহত চলতে থাকে বর্ষা আসলেই। গঙ্গা, মহানন্দা র নদী ভাঙ্গনে বার বার ক্ষতির মুখে পড়েছে মালদা জেলার রতুয়া-১ ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি এলাকায় ব্যাপক হারে শুরু হয়েছে নদী ভাঙ্গন।
নদী ভাঙ্গন এতটাই বেড়ে গেছে যে ওই এলাকার দুই গ্রামপঞ্চায়েতের প্রায় কয়েকশত চাষের জমির সঙ্গে সঙ্গে আম বাগান চলে গিয়েছে নদীগর্ভে।
নদী ভাঙোনের ফলে এখন আতঙ্কে দিন কাটাচ্ছে ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ৮ টি গ্রামের কয়েকহাজার বাসিন্দারা।

মালদাতে নদীর ভাঙ্গন অব্যাহত, আতঙ্কে মালদাবাসী

ঐ অঞ্চলের সন্তোষ মন্ডলের অভিযোগ করে বলেন যে প্রতিবছরের মতো এবছরও শুরু হয়েছে গঙ্গা ও ফুলহর নদীতে ভাঙ্গন। গত দুই তিন দিন ধরে শুরু হয়েছে ভাঙ্গন। নদীগর্ভে তলিয়ে গেছে চাষের জমি, মানুষের ঘরবাড়ি। এখনো পর্যন্ত এলাকায় প্রশাসনের দেখা মেলেনি, না দেখা গিয়েছে পঞ্চায়েত প্রধান, বিডিও কারো।
এই বিষয় নিয়ে সেই এলাকার বিধায়ক সমর মুখার্জিকে টেলিফোন করে জানানো হলে তিনি বলেন যে আমি নিজে গিয়ে এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখবো।রতুয়া-১ ব্লকের বিডিও সারওয়ার আলীকে কথাটি জানানো হলে তিনি বলেন যে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের ফ্ল্যাড সেন্টারে থাকার ব্যবস্থা করা হবে। এবং তিনি জানান, এখন যেহেতু ভারীবর্ষা চলছে তাই এইসময় নদী ভাঙনের কাজ করা সম্ভব হবেনা তবে বর্ষা কমলেই আমরা খুব তাড়াতাড়ি নদীর বাঁধের কাজ শুরু করবো এই বিষয় নিয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষর সঙ্গে ও কথা বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম