সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় দিনের পর দিন একাধিক ব্যক্তিত্বকে জেরার পর এইদিন সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে সাড়ে নয়ঘন্টা ধরে জেরা করে ইডি। এর আগে মুম্বাই পুলিশের মাধ্যমেও তাকে একাধিকবার জেরা করা হয়েছিল।তবে শুক্রবারে ইডি-র জেরার পর রিয়া কি জানিয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।সূত্রের খবর অনুযায়ী এইদিন ইডি-র প্রশ্নের জবাবে সহযোগিতা করতে নারাজ ছিলেন রিয়া। এইদিন রিয়া ও তার ভাই সৌভিক দুজনকেই ডেকে পাঠায় ইডি।
এইদিন রিয়ার ভাইকেও জেরা করা হয়,সুশান্তের একাউন্ট থেকে রিয়ার ভাইয়ের নামে ট্রানসাকশান হয়েছে, এই বিষয়েই জেরা করা হয়েছে বলে খবর পাওয়া যায়।রিয়ার সম্পত্তি সংক্রান্ত কিছু তথ্য যেমন বেশকিছুসময় আগে নেওয়া তার তিনটি সম্পত্তি যার সমস্ত তথ্য ইডি-র হাতে তুলে দেবার কথাছিলো।
এইদিন রিয়ার ম্যানেজার শ্রুতি মোদীকেও জিজ্ঞাসাবাদের জন্যেও ইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়।খবর সূত্রে জানা গিয়েছে,ইডি-র তরফ থেকে রিয়াকে তার ৫বছরের ইনকাম ট্যাক্স জমা দিতে বলা হয়েছে।