Home বিনোদন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ‘সুবিধাবাদী’ তকমা পেলেন রুদ্রনীল

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ‘সুবিধাবাদী’ তকমা পেলেন রুদ্রনীল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারেকাছেও দেখা গেল না অভিনেতা কে অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিমুখে ছবি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘সুবিধাবাদী’ তকমা দিয়ে আক্রমণ করা শুরু হয় রুদ্রনীল ঘোষকে।

বেশ কয়েক মাস ধরেই চলছে রুদ্রনীল ঘোষের দল বদলানোর জল্পনা। যদিও এই বিষয়ে সরাসরি কিছুই জানাননি রুদ্রনীল। এই বিষয়ে একটি নিউজ কে দেওয়া একটি বিশেষ ইন্টারভিউতে রুদ্রনীল বলেন, ‘রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত থেকেও সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেননি তিনি, বরং লকডাউন থেকে আমফান পরবর্তী সময়ে তিনি নিজের মতো করে দুঃস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করেছেন।

তবে এই ছবি দেওয়ার পর‌ই সাধারণ মানুষের রোষের মুখে পড়লেন রুদ্রনীল ঘোষ। বেশিরভাগ মানুষই কমেন্ট করেছেন লাল সবুজের পর এবার সুবিধা বুঝে তিনি গেরুয়া। আবার ‘নরেন্দ্র মোদী’ বানান ভুল লেখায় অনেকে সেটা নিয়েও মজাও করেন। যদিও কোন কমেন্টেই এখনো পাল্টা মন্তব্য করেননি রুদ্রনীল ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম