fbpx
Friday, July 30, 2021
Homeভাইরাল খবরপাকিস্তানের জন্য প্রাণ দিতে পারি, মিয়া খালিফার ভিডিও ভাইরাল

পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারি, মিয়া খালিফার ভিডিও ভাইরাল

মিয়া খলিফাকে সকলেই চেনেন। তিনি প্রাক্তন লেবানিজ পর্নস্টার। তার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পাকিস্তানকে নিয়ে তার একটি কথার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে। পাকিস্তান এ মিয়া খলিফার অনেক ভক্ত রয়েছেন।

সম্প্রীতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে মিয়া খলিফা বলেন তিনি পাকিস্তান এর জন্য প্রাণ দিতে পারেন। ” আমি আমার জীবন উৎসর্গ করে দিতে পারি পাকিস্তান এর জন্য ” এই কথাটি বলে টিকটিক এর একটি একাউন্ট এ তিনি এই ভিডিওটি পোস্ট করেন। আসলে একটি পাকিস্তান এর ছাত্র মিয়া খলিফাকে জিজ্ঞেস করেছিল ‘ আপনি পাকিস্তান এর জন্য প্রাণ দিতে পারেন ? ‘ পাকিস্তান এর ওই ছাত্র এর প্রশ্নের উত্তরে মিয়া খলিফা বলেন ‘ আমি পাকিস্তান এর জন্য প্রাণ দিতে পারি ‘।

সৌদি আরবে একটি পাকিস্তান এর স্কুলে ছাত্ররা নিজের দেশকে ভালোবাসা নিয়ে কথা বলছে আর সেখানেই একজন ছাত্র স্টেজে উঠে হঠাৎ করে বলে ওঠে সে পাকিস্তান এর জন্য প্রাণ দিতে পারি। আর সেই স্রোতেই ভেসে গেলেন মিয়া খলিফা।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিয়া খলিফার পাকিস্তান এর ফ্যানসরা তাকে নিয়ে নানা ভাবে হাসাহাসি করে তারা হাসাহাসি করে নানা মন্তব্য করেন। তার পাকিস্তান এর ফ্যানসরা শুধু তাকে নিয়েই হাসাহাসি করেনি তারা ভারতীয়দের নানাভাবে উপহাস করেন। নানা মন্তব্য করে বিদ্রুপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম