করোনার ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সালমান খান বললেন , বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতিতে সিনেমার শুটিং ও বিগ বসের শুটিং করতে বাড়ির বাইরে যেতে তিনি ভয় পাচ্ছেন।
তার ফ্ল্যাট এর নিচের তলায় থাকে তার মা আর বাবা। আর ফাস্ট ফ্লোরে থাকেন তিনি। তার বাড়িতে আছে ছোট্ট ভাগ্নি ও তার বয়স্ক মা ও বাবা। তাদের জন্য তিনি সতর্ক থাকতে চান। শুটিং এর সেটেও সতর্কভাবে থাকা হয় কিন্তু তবুও তিনি বাইরে বের হতে ভয় পান। কারণ তার বাড়ির সদস্যদের জন্য চিন্তা হয়।
লকডাউন এ তিনি যেটুকু শুটিং এর কাজ করেছিলেন সবটাই তিনি তার বাগান বাড়ি থেকেই করেছিলেন। ছয় মাস ধরে তিনি বাড়ির বাইরে বের হননা। লক ডাউন এর আগে তিনি পানভেলের বাগান বাড়িতে গিয়েছিলেন আর লক ডাউন এর কারণে সেখানেই তিনি আটকে পড়েছিলেন। লকডাউন এ তিনি কোনো কাজ করেন নি কিন্তু আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে তাকে কাজ এর জন্য বের হতে হচ্ছে।
বাড়ির লোকের জন্য তার খুব চিন্তা হয়। তাই তিনি বাগান বাড়ি থেকেই শুটিং এ যাচ্ছেন। যাতে বাড়ির লোক কোনোভাবে করোনা আক্রান্ত না হয়ে পড়েন। তিনি এ গিয়েও তিনি সম্পূর্ণভাবে করোনা সতর্কতা মেনে চলছেন। পিপি কিট ব্যাবহার করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখছেন। মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করছেন। করোনার জেরে শুটিং এ কতটা কতটা করোনা বিধিনিষেধ মেনে চলছেন সে বিষয়ে বিস্তারিত জানালেন সালমান খান। সেই সঙ্গে জানালেন তার পরিবারের সদস্যদের জন্য তিনি কতটা চিন্তা করেন।