fbpx
Thursday, July 29, 2021
Homeনতুন খবরকরোনা কালে মানবিক রূপ সালমানের

করোনা কালে মানবিক রূপ সালমানের

স্বাস্থ্যকর্মীর খাবারের দায়িত্ত্ব নিলেন সালমান খান

করোনা ভাইরাস এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে যে মানুষ মানুষের পাশে ও দাড়াতে পারে না । তবুও যারা নিরদিধায় আমাদের পাশে রয়েছে তারা হলো স্বাস্থ্যকর্মীরা । তাই সাধারণভাবে বলতে গেলে স্বাস্থ্যকর্মীরা বেঁচে থাকলেই আমরা বাঁচতে পারব । নইলে আমরা বিনা চিকিৎসাতেই মারা যাবো । সেই স্বাস্থ্যকর্মীরা দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চিত্রনাট্যকার সেলিম খানের জেষ্ঠ পুত্র সালমান খান

 

 

 

 

। সালমান খান হিসেবে তিনি পরিচিত হলেও তার পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান । গৌণ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি বলিউডে পদার্পণ করলেও কেন্দ্রীয় চরিত্রে অভিনীত প্রথম সিনেমা ‘ মেনে পায়ার কিয়া ‘ বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল । এমনকি তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্ম ফেয়ার পুরষ্কার পান । এরপর একের পর এক হিট ছবি তিনি আমাদের উপহার দেন এবং বিভিন্ন পুরস্কারে ভূষিত হন । এছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যাবসাসফল অভিনয়শিল্পী হিসেবে আখ্যায়িত হয়েছেন । তিনি বিভিন্ন চ্যারিটির সাথে ও যুক্ত আছেন । করোনা র এই দ্বিতীয় প্রবাহে তিনি স্বাস্থ্যকর্মীদের খবরের দায়িত্ত্ব নিলেন ।

 

 

 

 

সিদ্ধান্ত পাকাপাকি হাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় খাবারের গাড়ি পৌঁছে যায় । জিমুব সেনার নেতা রাহুল এন কানাল জানান আগামী ১৫ ই মে পর্যন্ত এই ব্যাবস্থা চালু থাকবে । এছাড়া ফোন নম্বর ও দেওয়া আছে । কারো খাবারের কোনো সমস্যা হলে ফোন করলেই পাওয়া যাবে খাবার । তার এই কাজের মধ্য দিয়ে তিনি আরো একবার সাধারণ মানুষের আশীর্বাদ অর্জন করলেন । এভাবেই তিনি আরো এগিয়ে যাবেন এমনটাই মনে করছে অনুগামীরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম