অভিনেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh) বিতণ্ডায় এবার সায়নীর পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জি। তীব্র আক্রমণ করলেন বিজেপিকে। বললেন, সায়নীর গায়ে একবার হাত দিয়ে দেখাক।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অভিনেতা সায়নী ঘোষ। তখনকার মতো সমস্যা মিটলেও তথাগত রায় সায়নীর একটি পুরনো ট্যুইট তুলে এনে অভিযোগ করেন এতে তাঁর ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে। রবীন্দ্র সরোবর থানায় সায়নীর নামে অভিযোগ দায়ের করেন তথাগত। এই নিয়ে তোলপাড় রাজ্য। এবার সেই ঘটনা নিয়ে নিজের মত জানালেন মমতা ব্যানার্জি।
তৃণমূল নেত্রী বলেন, একটা মেয়ে সিনেমা করে, তাকেও ধমকাচ্ছে। স্বাধীন ভাবে কথা বলার অধিকার নেই ওর? সায়নীকে ধমকাচ্ছে। এত বড়ো ক্ষমতা? উত্তরপ্রদেশে ধমকাও, বিহারে ধমকাও, বাংলায় ধমকাতে এলে মুখে লিউকো প্লাস্টার লাগিয়ে দেবে বাংলার মানুষ। তারপরই মমতা ব্যানার্জি বলেন, ক্ষমতা থাকে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাক। টলিউডের একজনের গায়ে হাত দিয়ে দেখাক, চ্যালেঞ্জের সুরে বলেন মমতা।
মমতা নাম না করে তীব্র কটাক্ষ করেন তথাগত রায়কে। বলেন, বয়স হয়ে গেছে, ভীমরতি যায় না! নাতনির বয়সী মেয়ে তাঁকে রোজ হুমকি দিচ্ছে। কীসের জন্য, ওর স্বাধীন কথা বলার অধিকার নেই? প্রশ্ন তৃণমূল নেত্রীর।
এদিন মমতা অভিযোগ করেন, সকাল ১০ টা নাগাদ ফাঁকা মঞ্চের ছবি তুলে নিয়ে বিজেপি প্রচার করছে মমতার সভায় লোক নেই। মমতা ব্যানার্জি বলেন, মিটিং রেখেছি দুপুর ১.৩০ টায় তাহলে সকাল ১০ টায় ছবি তুলে কী প্রমাণ হবে? সভা শুরু হওয়ার পর মমতা ব্যানার্জি বলেন, এবার এসে ছবি তুলে নিয়ে যান। দেখুন মানুষ আছে কি নেই।