ধীরে ধীরে সব কিছুই যখন স্বাভাবিকের দিকে এগোচ্ছে।রাজ্যের স্কুল কলেজ গুলি খোলা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোন বিবৃতি না আসায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় রয়েছে রাজ্যের পড়ুয়ারা।
রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় বলেন স্কুল কলেজ গুলির স্যানিটাইজেসনের কাজ চলছে।সবদিক খতিয়ে দেখে রাজ্য সরকারের সাথে আলোচনা করেই কবে থেকে স্কুল কলেজ গুলি খোলা যায় সে বিশয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন শিক্ষার সাথে পড়ুয়াদের স্বাস্থ্যের দিকটিও গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছে।কোন পড়ুয়া যাতে পড়তে এসে অসুস্থ হয়ে না পড়ে সে সব দিক দেখে উপযুক্ত ব্যাবস্হা নিয়েই স্কুল কলেজ খোলার সিন্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় বলেন অনেক রাজ্য তাড়াহুড়ো করে স্কুল কলেজ খুলেছিল।কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় তাড়াতাড়ি আবার সব বন্ধ করতে হয়েছে।তাই এ রাজ্যেও যাতে একি অবস্থা না হয় তার জন্যই সব দিক খতিয়ে দেখার পরই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য করোনা আবহে গত বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকেই রাজ্যের সমস্ত স্কুল কলেজ গুলিতে পঠন পাঠন বন্ধ।সংক্রমন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য নেওয়া সমস্ত বিধিনিষেধের বেড়াজালে পড়ে পড়াশুনাও চলছে প্রযুক্তির সাহায্যে।নিউ নর্মালে সব কিছুই ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে পাওয়ায় পড়ুয়ারাও উদগ্রীব তাদের স্কুল কলেজ খোলা নিয়ে।