fbpx
Sunday, August 1, 2021
Homeবিনোদনপ্রকাশ্যে চুমুর অফার পেয়ে কি করলেন জাহ্নবী দেখুন

প্রকাশ্যে চুমুর অফার পেয়ে কি করলেন জাহ্নবী দেখুন

জাহ্নবী কাপুর এক ডাকেই সকলে তাকে চিনে যায়। ধরক সিনেমা দ্বারা তার অভিনয় জগতে পথচলা শুরু। কিন্তু বর্তমানে এই কন্যা বলিউড জগতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। দিনে দিনে তার রূপ ও লাবণ্য বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে তার রূপ ও স্টাইল বেড়েই চলছে। নতুন নতুন স্টাইল এ তিনি সকলের মন কেড়ে নিয়েছেন। প্রায় তিনি সোশ্যাল মিডিয়ায় নানা হট লুকের ছবি পোস্ট করেন। এর মধ্যেই তার নতুন গানের হট লুক ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেছেন।

 

যেখানে দেখা যাচ্ছে তার শরীরের সামনের অংশ শুধুমাত্র নেট দিয়ে ঢাকা। ছবিতে নাভি পযন্ত তার শরীর ধরা পড়লো। তিনি বললেন তাকে প্রশ্ন করা হলে তিনি তার ভক্তদের উত্তর দিবেন। এর মধ্যেই তার এক ভক্ত তাকে চুমুর প্রস্তাব দিলেন। এই প্রশ্নের জন্য তিনি কোনো রকম রাগ প্রকাশ না করে বরং উত্তরে বললেন এই মাস্ক পরে সাফ না। ইঙ্গিতে উঠে এলো করোনা ভাইরাস এর সতর্কতা।

 

এর পর নেট জগতে তার প্রশংসার ঝড় উঠেছে। ঝড়ের গতিতে ভাইরাল তার সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় তাকালে প্রায় তাকে দেখা যায় উন্মুক্ত ক্লিভেজ চোখের চাউনি আবার কখনো নানা হট লুক এ নেট জনতার নজর কেড়ে নেন তিনি। বলিউড এ নিজেকে প্রতিষ্ঠিত করতে তিনি নিজেকে জোরদারভাবে তৈরী করছেন। দিনে দিনে তার চেহেরার লাবণ্য বেড়েই চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম